× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০৫০ সালে আমিরাতের রাস্তার অর্ধেক যাবে ইভির দখলে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৩:৫৪ পিএম

ছবি : সংগৃহীত।

ছবি : সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ি ইভির দিকে। ২০৫০ সালের মধ্যে দেশটির রাজপথের অর্ধেকে যানবাহন হিসেবে দেখা যাবে ইভি। সম্প্রতি আমিরাতের জ্বালানি ও অবকাঠামোমন্ত্রী সুহাইল বিন মুহম্মদ আল মাজরুই জাতীয় ইভি নীতি সম্পর্কে সরকারের অবস্থান ব্যক্ত করেন, যা এরই মধ্যে দেশটির মন্ত্রিসভা অনুমোদন করেছে। 

মন্ত্রী জানিয়েছেন, ২০৫০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় ৫০ শতাংশ যানবাহন হবে বিদ্যুচ্চালিত। ক্রমবর্ধমান বিদ্যুচ্চালিত গাড়ি শিল্পকে এগিয়ে নিতে দেশজুড়ে ‘চার্জিং স্টেশন’ নেটওয়ার্ক স্থাপন করা হবে। নীতিটি নিয়ন্ত্রক কাঠামো হিসেবে কাজ করবে, যার আওতায় সারা দেশে ইভি চার্জিং স্টেশনগুলোর অবকাঠামোগত মান নিশ্চিত ও স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় করা হবে।

জ্বালানি ও অবকাঠামো মন্ত্রণালয়ের (এমওইআই) নীতিমালাটি ন্যাশনাল এনার্জি অ্যান্ড ওয়াটার ডিমান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রামের উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক। কেননা প্রোগ্রামটি পরিবহনসহ জ্বালানির সঙ্গে ঘনিষ্ঠ খাতগুলোয় জ্বালানি খরচ কমাতে চালু করা হয়েছিল।

মন্ত্রী বলেন, ‘নীতিটি স্থানীয় বাজার নিয়ন্ত্রণ, ইভি ব্যবহারে উৎসাহিত করা ও ইভির বিক্রি বাড়াবে এমন সুষম অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক প্রণোদনা দেয়া হবে। সূত্র : দ্য ন্যাশনাল নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা