× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্যটনের নতুন গন্তব্য ভিয়েতনাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ২০:১২ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। সবুজের সমারোহ, সৈকত, পাহাড়ি ঢালের বুকে দাঁড়িয়ে থাকা খাবারের হোটেল আর নীল আকাশের দেশটি টানছে বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের। 

গুগল ডেস্টিনেশন ইনসাইটসের একটি প্রতিবেদন অনুসারে, চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত পর্যটন আগমনের দিক থেকে সপ্তম অবস্থানে আছে দেশটি। এ ছাড়া পর্যটন শিল্পের শীর্ষ ২০ দেশের তালিকাতেও দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র দেশ হিসেবে রয়েছে ভিয়েতনাম। 

আন্তর্জাতিক পরিমণ্ডলে পর্যটক আগমনের সংখ্যার দিক থেকে ভিয়েতনামের জনপ্রিয়তা বেড়েছে। ভিয়েতনাম ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অব ট্যুরিজম জুনে ঘোষণা করেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ৫৫ লাখের বেশি বিদেশি পর্যটক এসেছে দেশটিতে। যা ২০২২ সালে দেশটিতে আগত পর্যটকের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

ভিয়েতনামের পর্যটন খাত চলতি বছরের বাকি সময়ের জন্য ৮০ লাখ দর্শনার্থীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে পর্যটন ব্যুরো পূর্বাভাস দিয়েছে, পর্যটক আগমনের সংখ্যা ১ কোটি হবে। 

ট্যুর এজেন্সি রাস্টিক হসপিটালিটি গ্রুপের চেয়ারম্যান ববি নুগুয়েন বলেন, ‘পর্যটকদের বেশির ভাগই চীনা নাগরিক। ভারতীয় এবং কোরিয়ান পর্যটকদেরও আগমন হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘চীন ভিয়েতনামের অপ্রচলিত বাজার আবার খুলে দিয়েছে। একই সঙ্গে ২০২২ সাল থেকে ভারতীয় বাজারে ভিয়েতনামের আমদানি রপ্তানি বাণিজ্য বেড়েছে।’ 

আন্তর্জাতিক অঙ্গনে ভিয়েতনামের পর্যটন শিল্পের জনপ্রিয়তা বাড়াতে সোশ্যাল মিডিয়ায় বড় আকারের ট্যুরিজম কোম্পানিগুলোর প্রচারণায় বিশেষ ভূমিকা পালন করেছে উল্লেখ করে নুগুয়েন বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, গুগল বা অন্যান্য নেটওয়ার্কিং মাধ্যমে প্রচারের কারণে ভিয়েতনামের ভাবমূর্তি বিশ্বের কাছে দ্রুততম সময়ে পৌঁছেছে।’

সম্প্রতি আগত আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য একটি নতুন ভিসানীতি অনুমোদন করেছে ভিয়েতনাম সরকার। নির্বাচিত দেশগুলোর জন্য ১৫ থেকে ৪৫ দিনের মধ্যে তিনগুণ ভিসা ফি মওকুফ করা হয়েছে। ভিয়েতনামের ইলেকট্রনিক ভিসার জন্য আবেদন করার যোগ্য দেশগুলোর ভ্রমণের জন্য ভিসা এখন একক বা একাধিক এন্ট্রিসহ ৯০ দিন পর্যন্ত বৈধ হবে। নতুন ভিসানীতিটি ১৫ আগস্ট থেকে কার্যকর হবে।

কুয়ালালামপুরের পর্যটন বিশ্লেষক গ্যারি বোওয়ারম্যান বলেছেন, ভিসা পরিবর্তন নীতি পর্যটন খাতকে উত্সাহিত করবে। ভিয়েতনামের পর্যটন শিল্প সমৃদ্ধ হতে চলেছে। আগামী ৬ মাসের মধ্যে দেশটিতে পর্যটকদের আগমন বাড়বে। আমি মনে করি দেশটির পর্যটন খাত শক্তিশালী হতে যাচ্ছে। দেশটি এ খাত থেকে ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করবে। 

তিনি আরও বলেন, ভ্রমণপিপাসুদের জন্য ভিয়েতনাম অপ্রচলিত স্থান। তাই দেশটি পর্যটন এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই ছাড় দিচ্ছে। অনেক অল্প বয়স্ক মানুষ এখন দেশটি সম্পর্কে আরও অনেক কিছু জানতে চায়। আমি মনে করি ভিয়েতনাম সম্পর্কে অনেক কিছু আছে, যা খুব বেশি পরিচিত নয়। থাইল্যান্ড সেই তুলনায় অনেক বেশি পরিচিত। তবে আবিষ্কার ও রহস্য উদঘাটনের সুযোগ আছে ভিয়েতনামে। ফলে এটি এমন একটি দেশ যেখানে মানুষ বিনিয়োগ, ব্যবসা এবং ভ্রমণ করতে চায়।

এদিকে ভিয়েতনামের ভ্রমণ সংস্থাগুলোর জন্য নতুন ভিসানীতি আন্তর্জাতিক পর্যটক পেতে সাহায্য করবে বলে মনে করেন ফিউজ হোটেল অ্যান্ড ট্রাভেলের মালিক ম্যাক্স ল্যামবার্ট। তিনি বলেন, ‘কী ঘটতে যাচ্ছে আমি তা দেখার জন্য অপেক্ষা করছি।’

করোনা শুরুর আগে দেশটির মোট বিদেশি পর্যটকের ৬০ শতাংশই ছিল চীন ও দক্ষিণ কোরিয়ার। ২০১৯ সালে চীন থেকে এসেছিল ৫৮ লাখ এবং দক্ষিণ কোরিয়া থেকে ৪২ লাখ পর্যটক। একই সময়ে জাপান ও রাশিয়া থেকে পর্যটক এসেছে যথাক্রমে ৭০ হাজার ও ১০ হাজার। ভিয়েতনামের মোট জাতীয় উৎপাদন বা জিডিপির ১০ শতাংশ আসে পর্যটন খাত থেকে। ২০৩০ সালে জিডিপিতে পর্যটনের অবদান ১৫-১৭ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে দেশটি। সূত্র : ডয়চে ভেলে


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা