× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুক-ইনস্টাগ্রামে বিজ্ঞাপন বন্ধ করবে কানাডা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ১৫:৩৪ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৩ ১৮:৫০ পিএম

কানাডার হেরিটেজমন্ত্রী পাবলো রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

কানাডার হেরিটেজমন্ত্রী পাবলো রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। কানাডার হেরিটেজমন্ত্রী পাবলো রদ্রিগেজ বুধবার (৫ জুলাই) জানিয়েছেন, একটি নতুন মিডিয়া ক্ষতিপূরণ আইন নিয়ে টেক জায়ান্টদের সঙ্গে দ্বন্দ্বের কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কানাডার অনলাইন নিউজ অ্যাক্ট বা সি-১৮ বিলটি গত মাসে আইনে পরিণত হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এটি কার্যকর হওয়ার কথা। এই আইনের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সংবাদসংক্রান্ত বিজ্ঞাপন থেকে আয়ের একটা অংশ সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে দিতে হবে। 

এই বিল পাস হওয়ার পরই ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা ঘোষণা করেছে, তারা দেশটিতে প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের জন্য কানাডিয়ান সংবাদ ব্লক করার ব্যবস্থা নেবে।

রদ্রিগেজ বুধবারের এই পদক্ষেপগুলোকে ‘অযৌক্তিক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘এ কারণেই আজ আমরা ঘোষণা করছি যে কানাডা সরকার ফেসবুক ও ইনস্টাগ্রামের বিজ্ঞাপন বন্ধ করবে।’

এতে ফেসবুক ও ইনস্টাগ্রাম বছরে আনুমানিক প্রায় ১০ মিলিয়ন কানাডিয়ান ডলার (৭.৫ মিলিয়ন মার্কিন ডলার) আয় হারাতে পারে।

গুগলও ঘোষণা করেছে, তারা এই আইন প্রতিহত করার জন্য অনুরূপ পদক্ষেপ নেবে।

অনলাইন বিজ্ঞাপনে আধিপত্য বিস্তারকারী দুটি সংস্থার বিরুদ্ধে ঐতিহ্যবাহী সংবাদ সংস্থাগুলোর অভিযোগ রয়েছে, তাদের বিষয়বস্তু বিনামূল্যে ব্যবহার করার মাধ্যমে ওই অনলাইন সংস্থা দুটি সংবাদ সংস্থাগুলো থেকে অর্থ সরিয়ে নিচ্ছে।  

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘সরকার সিদ্ধান্ত থেকে পিছপা হবে না। কানাডিয়ানরা আমেরিকান বিলিয়নেয়ারদের ভয় পায় না, যারা আমাদের গণতন্ত্রকে দুর্বল করতে চায়।’ 

কানাডিয়ান হেরিটেজ বিভাগের মতে, ২০০৮ সাল থেকে ৪৫০টিরও বেশি কানাডিয়ান মিডিয়া আউটলেট তাদের দরজা বন্ধ করে দিয়েছে।

কানাডার পার্লামেন্টারি বাজেট ওয়াচডগ ২০২২ সালের অক্টোবরের এক রিপোর্টে বলেছে, অনলাইন নিউজ অ্যাক্টের মাধ্যমে কানাডার সংবাদপত্রগুলোর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রতিবছর আনুমানিক প্রায় ৩৩০ মিলিয়ন কানাডিয়ান ডলার পেতে সহায়ক হবে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা