× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ এশিয়ায় ৫ম স্থান অর্জন করল ইউএস-বাংলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৬:৫৭ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ১৭:২৯ পিএম

বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত

‘স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড ২০২৩’-জয় করে বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স দক্ষিণ এশিয়ার এয়ারলাইনগুলোর মধ্যে ৫ম স্থান অর্জন করেছে। 

২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে এই ইউএস-বাংলা এয়ারলাইন্স ।

এই স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন স্টার রেটিং ১৯৯৯ সালে শুরু হয়েছিল। 

এটি এয়ারলাইন এক্সিলেন্সের একটি বৈশ্বিক বেঞ্চমার্ক, যা পেশাদার অডিট বিশ্লেষণ, এয়ারলাইন পণ্য এবং ফ্রন্ট লাইন সেবার মানগুলোর মূল্যায়নের পরে এয়ারলাইনগুলোকে পুরস্কৃত করে থাকে।

এয়ারলাইন স্টার রেটিংগুলো অডিট অফিস দ্বারা এয়ারলাইনের মানের বিশদ এবং পেশাদার বিশ্লেষণের পরে এই পুরস্কার প্রদান করা হয় বলে জানা গেছে। 

এটি এয়ারলাইনের এয়ারপোর্ট সেবা এবং সব প্রযোজ্য কেবিন/এয়ারক্রাফট এর উপর ভিত্তি করে অনবোর্ড স্ট্যান্ডার্ডগুলোকেও বিবেচনা করে থাকে৷

১৯৯৯ সাল থেকে বিশ্বব্যাপী এয়ারলাইনের সেবা ও মানের ওপর অ্যাওয়ার্ড দিয়ে আসছে স্কাইট্র্যাক্স। 

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসের জন্য কোনো এয়ারলাইনকে আবেদন করতে হয় না, কোনো ফি দিতে হয় না এবং বিজয়ী এয়ারলাইনকে পুরস্কার ইভেন্টে যোগদানের জন্য কোনো অর্থও দিতে হয় না। 

আর এসব কারণে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসকে বলা হয় ‘এভিয়েশন শিল্পের অস্কার।’ 

এক বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা জানায়, ‘গ্লোবাল এভিয়েশনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এ অর্জন বাংলাদেশ এভিয়েশনকে আরো এগিয়ে নিতে সহায়তা করবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা