× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের পোশাক খাতে রপ্তানি আয় কমেছে ১৯ শতাংশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ২১:২৮ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ২১:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে সংকট কাটিয়ে উঠতে পারছে না দেশটির টেক্সটাইল খাত। চলতি বছরের মে মাসে দেশটির টেক্সটাইল খাতের রপ্তানি আয় ১৯ দশমিক ৫৭ শতাংশ কমে ১৩২ কোটি ডলারে দাঁড়িয়েছে; যা গত বছরের একই সময়ে ছিল ১৬৪ কোটি ডলার। ফলে আট মাস ধরেই নিম্নমুখী রয়েছে পাকিস্তানের টেক্সটাইল রপ্তানি আয়।

সুতি কাপড়, নিটওয়্যার, বেডওয়্যার, তোয়ালে ও তৈরি পোশাকসহ সব প্রধান বস্ত্রসামগ্রীর রপ্তানিই উল্লেখযোগ্য হারে কমেছে। ফলে ২০২৩ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ে মোট টেক্সটাইল পণ্য রপ্তানি ১৪ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৫০৩ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা ২০২২ অর্থবছরের একই ছিল ১ হাজার ৭৬২ কোটি ডলার।

সম্প্রতি ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত জরিপ প্রকাশ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী। এতে দেখা গেছে, সব অর্থনৈতিক সূচকেই দেশটি ব্যর্থ হয়েছে। স্পর্শ করতে পারেনি লক্ষ্যমাত্রা। এ ছাড়া পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তাতে হুমকির মুখে পড়েছে দেশটির পণ্য আমদানি। বর্তমানে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৫৬০ কোটি মার্কিন ডলারে। এত কম পরিমাণ রিজার্ভ দেশটির পণ্য আমদানির অর্থায়নকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সূত্র : জিও নিউজ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা