× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাপ্তাহিক পুঁজিবাজার

এক ধাক্কায় বাজার মূলধন কমল ৪১৫৯ কোটি টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ২০:২৪ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ২১:০০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৪ হাজার ১৫৯ কোটি টাকা। ওই পাঁচ দিনের মধ্যে এক দিন সূচকে সামান্য উত্থানের বিপরীতে কমেছে চার দিন। ফলে জীবন বীমাসহ কয়েকটি খাতের শেয়ারে বড় দরপতন হয়। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স হারায় প্রায় ৭৩ পয়েন্ট। তবে সার্বিক সূচক কমলেও লেনদেন বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। আর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি টাকার; আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৪৪৪ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১ হাজার ৫৭৫ কোটি টাকা বা ২৮ দশমিক ৯৩ শতাংশ।

একই সঙ্গে কমেছে সাপ্তাহিক দৈনিক গড় লেনদেন। সদ্যসমাপ্ত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৭৭৩ কোটি ৯২ লাখ টাকা; যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৮৮ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ দৈনিক গড় লেনদেন কমেছে ৩১৫ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক প্রায় ১০ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ১৮২ পয়েন্টে। গত সপ্তাহে ডিএসইতে ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৭টির।

গত সপ্তাহের শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৬৮৮ কোটি টাকা; যা সপ্তাহের শেষ কার্যদিবসে এসে দাঁড়ায় ৭ লাখ ৬৯ হাজার ৫২৯ কোটি টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ১৫৯ কোটি টাকা। একই সঙ্গে কমেছে মার্কেট পিই রেশিও বা মূল্য আয় অনুপাত। সপ্তাহ শেষে পিই রেশিও শূন্য দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৯ পয়েন্টে।

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালসের ১৮১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। এ ছাড়া সি পার্ল বিচ রিসোর্টের ১৩৯ কোটি ৭৯ লাখ টাকা, সোনালী লাইফ ইনস্যুরেন্সের ১২৪ কোটি ১৬ লাখ টাকা এবং ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ১১১ কোটি ৬০ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে সাপ্তাহিক শেয়ারদর বৃদ্ধির শীর্ষে ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩০ দশমিক ৫৩ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ। এ ছাড়া এপেক্স ট্যানারির ১৪ দশমিক ৮১ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্সের ১১ দশমিক ৪৬ শতাংশ এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১০ দশমিক ২৫ শতাংশ দর বেড়েছে।

এদিকে ডিএসইতে দরপতনের শীর্ষে ছিল মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে এ কোম্পানির শেয়ারদর কমেছে ২৩ দশমিক ৯৯ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইনস্যুরেন্সের শেয়ারদর কমেছে ২০ দশমিক ৯৬ শতাংশ। এ ছাড়া প্রগতি লাইফ ইনস্যুরেন্সের ২০ দশমিক ৯৪ শতাংশ, পপুলার লাইফ ইনস্যুরেন্সের ১৯ দশমিক ২০ শতাংশ এবং প্রগেসিফ লাইফ ইনস্যুরেন্সের ১৯ দশমিক শূন্য ৭ শতাংশ দর কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয় ১০১ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ২ কোটি ৫৩ লাখ টাকা বা ২ দশমিক ৫৫ শতাংশ বেশি। ওই সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৯৯ কোটি ২ লাখ টাকা। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬০ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত ছিল ১৪৯টির।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা