× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫০টির বেশি ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল বন্ধ করেছে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১০:০১ এএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১৩:৪৩ পিএম

ভারতবিরোধী প্রচারণার দায়ে এসব ওয়েবসাইট ও ইউটিউব নিউজ চ্যানেল বন্ধ করা হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতবিরোধী প্রচারণার দায়ে এসব ওয়েবসাইট ও ইউটিউব নিউজ চ্যানেল বন্ধ করা হয়েছে। ছবি : সংগৃহীত

রাষ্ট্রবিরোধী প্রচারণার দায়ে গত দুই বছরে ১৫০টির বেশি ওয়েবসাইট ও ইউটিউবভিত্তিক নিউজ চ্যানেল বন্ধ করেছে ভারত। ২০২১ সালের মে থেকে ২০২৩ সালের মে’র মধ্যে এসব ওয়েবসাইট ও ইউটিউভ চ্যানেল বন্ধ করা হয়। দেশটির ইউনিয়ন মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের (আইঅ্যান্ডবি) কর্মকর্তাদের বরাতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

লাইভমিন্টের এক প্রতিবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তির (আইটি) সেকশন ৬৯এ ধারা লঙ্ঘনের দায়ে ওই ওয়েবসাইট ও চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এ আইনের আওতায় কেন্দ্র যে কোনো সরকারি সংস্থাকে ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য হুমকি, রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার কারণ বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয় এমন যেকোনো কিছু বন্ধ করতে নির্দেশনা দিতে পারে।

নিষিদ্ধ ইউটিউব নিউজ চ্যানেলগুলোর গ্রাহকসংখ্যা ছিল ১ কোটি ২১ লাখ ২৩ হাজার ৫০০-এর বেশি। চ্যানেলগুলোর মোট ভিউ ছিল ১৩২ কোটি ৪ লাখ ২৬ হাজারের বেশি।

নিষিদ্ধ চ্যানেলগুলোর মধ্যে খবর উইথ ফ্যাক্টস, খবর তাইজ, ইনফরমেশন হাব, ফ্ল্যাশ নাও, মেরা পাকিস্তান, হাকিকাত কি দুনিয়া ও আপনি দুনিয়া টিভি অন্যতম।

সূত্র : লাইভমিন্ট

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা