× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানের অটোমোবাইল খাতের মুনাফা বাড়ছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৯:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরে জাপানের অটোমোবাইল খাতের প্রধান কোম্পানিগুলোর নিট মুনাফা বাড়বে ৪ শতাংশ। ফলে তাদের সামগ্রিক মুনাফার পরিমাণ দাঁড়াবে ৪২ দশমকি ৯ ট্রিলিয়ন ইয়েন, যা এ খাতের রেকর্ড মুনাফা হিসাবে গণ্য করছে দেশটির পুঁজিবাজারের ব্রোকারেজ হাউস এসএমবিসি নিক্কো। 

টোকিও স্টক মার্কেটে প্রায় ১ হাজার ৪০০টি তালিকাভুক্ত কোম্পানির আয়ের পূর্বাভাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এসএমবিসি নিক্কো সিকিউরিটিজের প্রতিবেদন। সংস্থাটির তথ্যানুসারে, ২০২৪ সালের মার্চের মধ্যে প্রত্যাশিত মুনাফা ৪১ দশমকি ৩ ট্রিলিয়ন ইয়েন নিট মুনাফাকে ছাড়িয়ে যাবে।

বাজারের ৩৩টি সেক্টরের মধ্যে পরিবহন সরঞ্জাম সেক্টরে নিট মুনাফা ধরা হয়েছে ১১ দশমিক ৪ শতাংশ। ফলে টয়োটা মোটর করপোরেশনের মুনাফা চলতি অর্থবছরে ৫ দশমকি ২ শতাংশ বেড়ে ২ দশমকি ৫৮ ট্রিলিয়ন ইয়েন হবে বলে ধারণা করা হচ্ছে, যা গত অর্থবছরের রেকর্ড সর্বোচ্চ ১৪ শতাংশের চেয়ে কম। একই সঙ্গে হোন্ডা মোটর করপোরেশন এবং নিশান মোটর করপোরেশন উৎপাদন বাড়াচ্ছে। ফলে এ অটোমোবাইল কোম্পানি দুটির নিট মুনাফা যথাক্রমে ১৫ দশমকি ১ শতাংশ এবং ৪২ শতাংশ পূর্বাভাস দেওয়া হয়েছে। সূত্র : জাপান টাইমস 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা