× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কার অর্থনীতি

২৮৬টি পণ্য আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৫:৫১ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১৬:২৩ পিএম

শ্রীলঙ্কার কলম্বোর একটি সাধারণ দৃশ্য। অর্থনৈতিক সংকট চলাকালে ২০২২ সালের ১৯ এপ্রিল তোলা। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার কলম্বোর একটি সাধারণ দৃশ্য। অর্থনৈতিক সংকট চলাকালে ২০২২ সালের ১৯ এপ্রিল তোলা। ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৩ হাজারের বেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল শ্রীলঙ্কা। শুক্রবার (৯ জুন) মধ্যরাত থেকে এসব পণ্যের মধ্যে ২৮৬টি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেউলিয়া হয়ে পড়া অর্থনীতিটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। প্রায় ৯ মাস আগে দেশটির শাসন মহলে বড় ধরনের পরিবর্তন আসার পর অর্থনীতিটা চাঙ্গা করার নানা উদ্যোগ নেয় নতুন সরকার।

বিশেষ করে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২৯০ কোটি ডলার ঋণ পাওয়ার পর দেশটির অবস্থা ভালো হতে শুরু করে। 

তা ছাড়া করোনা পরিস্থিতি ভালো হওয়ায় দেশটির গুরুত্বপূর্ণ পর্যটন খাতও চাঙ্গা হয়। একই সঙ্গে বেড়েছে প্রবাসী আয়। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মে মাসে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ ২৬ শতাংশ বেড়ে ৩৫০ কোটি ডলারের পৌঁছেছে, যা ১৭ মাসের সর্বোচ্চ। চলতি বছর দেশটির মুদ্রার মান বেড়েছে প্রায় ২৪ শতাংশ। 

গত বছরের দেউলিয়া পরিস্থিতি মোকাবিলায় ৩ হাজার ২০০টির  বেশি পণ্য আমদানিতে কড়াকড়ি বা নিষেধাজ্ঞা দেয় শ্রীলঙ্কা। নিষিদ্ধ পণ্যের মধ্যে সামুদ্রিক খাবার, ইলেকট্রনিক্স থেকে শুরু করে বাদ্যযন্ত্র পর্যন্ত ছিল। 

এখন যে ২৮৬টি পণ্য থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে সেগুলোর মধ্যে রেডিও সম্প্রচার রিসিভার, রেলওয়ের গাড়িসহ আরও কিছু জরুরি পণ্য রয়েছে। 

সূত্র : রয়টার্স



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা