× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলডিসি গ্র্যাজুয়েশনের পরও কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখার আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৬:৫১ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৭:৩৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও কৃষি রপ্তানিতে ভর্তুকি বা নগদ সহায়তা অব্যাহত রাখার লক্ষ্যে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বিশ্ব বাণিজ্য সংস্থার নেট খাদ্য আমদানিকারক উন্নয়নশীল দেশের (এনএফআইডিসি) তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য বাংলাদেশকে জোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একই সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশনের পর কৃষি ভর্তুকি অব্যাহত রাখার লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকানুনের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের রপ্তানি সহায়তা স্কিম তৈরি করা উচিত।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাপোর্ট টু সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রোজেক্ট যৌথভাবে ইমপ্যাক্ট অব এলডিসি গ্র্যাজুয়েশন অন দ্যা অ্যাগ্রিকালচার সেক্টর অ্যান্ড দ্যা ওয়ে ফরোয়ার্ড শীর্ষক উক্ত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। সেমিনারে সভাপতিত্ব করেন ইআরডি সচিব  শরিফা খান।

সেমিনারে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ’কৃষিপণ্যের উৎপাদন ও মান বৃদ্ধি করা সম্ভব হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।‘

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ’এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময় স্বল্পোন্নত দেশ হিসেবে প্রাপ্ত সুযোগ-সুবিধাসমূহ ক্রমশ প্রত্যাহার হলে তা আমাদের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির একটি জোর আকাঙ্ক্ষা তৈরি করবে।’

ইআরডি সচিব মিজ শরিফা খান তার বক্তৃতায় কৃষি খাতের অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে সরকারের নীতিগত ধারাবাহিকতার ওপর গুরুত্বা আরোপ করেন। তিনি বলেন, ’এলডিসি গ্র্যাজুয়েশনের পর বিশ্ব বাণিজ্য সংস্থার এনএফআইডিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য বাংলাদেশ ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।’

সেমিনারে ইউএসডিএয়ের অর্থায়নে পরিচালিত ইমপ্লিকেশনস অব এলডিসি গ্র্যাজুয়েশন ফর বাংলাদেশ অ্যাগ্রিকালচার এক্সপোর্ট : ইস্যু অ্যান্ড পলিসি অপশনস শীর্ষক গবেষণাকর্মের ওপর একটি উপস্থাপনা প্রদান করেন গবেষণা সংস্থা র‍্যাপিডের চেয়ারম্যান ড. মো. আব্দুর রাজ্জাক। 

ড. রাজ্জাক তার উপস্থাপনায় উল্লেখ করেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা প্রত্যাহার করা হলে বিদেশের অনেক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের ওপর শুল্কের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সেই প্রেক্ষাপটে তিনি উত্তরণের পর আরও অধিক সময়ের জন্য শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা কীভাবে অব্যাহত রাখা যায়, সেই লক্ষ্যে বাণিজ্যিক অংশীদার দেশসমূহের সঙ্গে প্রয়োজনীয় আলাপ-আলোচনা চালিয়ে যাওয়া, স্থানীয় কৃষিখামার ও শিল্পসমূহের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যসংশ্লিষ্ট ব্যয় হ্রাসের ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, ’বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে কৃষিপণ্যের জন্য প্রদত্ত সহায়তার পরিমাণ যেহেতু বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক নির্ধারিত সীমার মধ্যে রয়েছে, সেহেতু উত্তরণ-পরবর্তী সময়ে অভ্যন্তরীণ ক্ষেত্রে কৃষিজ ভর্তুকি প্রদানে কোনো সমস্যা হবে না। তবে কৃষিপণ্য বাইরে রপ্তানির ক্ষেত্রে ভর্তুকি প্রদানে উত্তরণ-পরবর্তী সময়ে সমস্যা হতে পারে উল্লেখ করে তিনি এ ধরনের ভর্তুকিসমূহ আরও বিচক্ষণরূপে শ্রেণিবদ্ধ করার ওপর গুরুত্ব আরোপ করেন।’

সেমিনারে আরেকটি উপস্থাপনা প্রদান করেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তফা আবিদ খান। সেমিনারে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর মি. স্কট ব্রেন্ডন এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক মিজ উজমা চৌধুরী।

সেমিনারে বক্তারা বলেন, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পরেও স্থানীয় চাহিদা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকানুনের সঙ্গে সঙ্গতি রেখে অভ্যন্তরীণ কৃষি উৎপাদন ও কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে ভর্তুকি প্রদান করা যেতে পারে। একই সঙ্গে তারা ব্যবসা-বাণিজ্যের পরিবেশের উন্নতিসাধন এবং কৃষি খাতে পণ্যের গুণ ও মান সুনিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। জলবায়ু পরিবর্তনের ফলে দরিদ্র ও প্রান্তিক কৃষকরা যে ঝুঁকির মুখোমুখি হচ্ছেন, সেই বিবেচনায় কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখার প্রয়োজনীয়তার বিষয়টিও সভায় আলোকপাত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা