× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ট্রিলিয়ন মূল্যের কোম্পানি এনভিডিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ২০:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির (এআই) গ্রাফিক্স বাজারের একচেটিয়া দখল এখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার হাতে। এই ইউনিটের ব্যাপক সমৃদ্ধিতে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলার মূল্যের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এনভিডিয়া। এর মাধ্যমেই বিশ্বের সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকায় নিজেদের ষষ্ঠ অবস্থানে নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। 

এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) এআই পরিচালিত গ্রাফিক্সের বাজারের ৯৫ শতাংশ দখলে রেখেছে। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতিষ্ঠানটি ১ হাজার ১০০ কোটি ডলার বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় ৫০ শতাংশ বেশি। এ ছাড়াও চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এনভিডিয়ার রাজস্ব আয় হয়েছে ৭১৯ কোটি ডলার, যা প্রত্যাশার তুলনায় ৬ কোটি ৭০ লাখ ডলার বেশি। এমনকি ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ১৯ শতাংশ বেশি। 

২০২৩ সালে এনভিডিয়ার ১৬০ শতাংশেরও বেশি শেয়ার বেড়েছে। এনভিডিয়ার রাজস্বে ৫৮ হাজার ৬০০ কোটি ডলার যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় পঞ্চম স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। 

বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূলধন প্রায় এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে বিশ্বজুড়ে শীর্ষ কোম্পানির তালিকায় ষষ্ঠ স্থানে এনভিডিয়া। এ তালিকার প্রথম থেকে পঞ্চম স্থানে যথাক্রমে অ্যাপল, অ্যামাজন, গুগলের প্রধান প্রতিষ্ঠান অ্যালফাবেট, মাইক্রোসফট এবং সৌদি আরামকো। সূত্র : ফোর্বস 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা