× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন গন্তব্যে ছুটছেন রাশিয়ার পর্যটকরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৪:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার পর্যকটদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বেশ কয়েকটি দেশ। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রও রাশিয়ান পর্যটকদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইইউ ও অন্য দেশগুলোতে নিষেধাজ্ঞার ফলে রাশিয়ান পর্যটকদের হাজার কোটি ডলারের পর্যটন বাণিজ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। 

পাহাড়, সবুজ গাছপালায় ঘেরা নীল আকাশ ও স্বচ্ছ জলের সমন্বয়ের গড়ে ওঠা বালিদ্বীপ বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। এবার দ্বীপটি হয়ে উঠেছে রাশিয়ার পর্যটকদের অন্যতম গন্তব্য। গত বছরের হিসাব অনুযায়ী ৫৮ হাজার রাশিয়ান পর্যটক বালিতে ভ্রমণ করেছেন। শুধু চলতি বছরের জানুয়ারিতেই দ্বীপটিতে ভ্রমণ করেছেন ২২ হাজার ৫০০ রাশিয়ান পর্যটক বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। ফলে অস্ট্রেলিয়ার পর রাশিয়া হয়ে উঠেছে বালিতে ভ্রমণ করা বৃহত্তম পর্যটক গোষ্ঠী। 

এদিকে ইইউভুক্ত দেশ ফ্রান্সেও বেড়েছে রাশিয়ান পর্যটকের সংখ্যা। প্যারিস ট্যুরিস্ট বোর্ডের একজন মুখপাত্র বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ২০১৯ সালের একই সময়ের তুলনায় প্যারিসে রাশিয়ান পর্যটকের সংখ্যা বেড়েছে ৯৫ দশমিক ৮ শতাংশ। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করে রাশিয়া। আক্রমণের ফলে দুটি দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। তবে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে আক্রমণের জের ধরে রাশিয়ান পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। ফলে ইইউতে রাশিয়ান পর্যটকদের ভ্রমণ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বর্তমানে রাশিয়ান পর্যটকদের ইইউতে ভিসার অনুমোদন পেতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ ইইউভুক্ত দেশগুলোতে রাশিয়ার বিমান অবতরণে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে ভিসার অনুমোদন নিতে অতিরিক্ত মূল্য প্রদান করতে হচ্ছে রাশিয়ান পর্যটকদের। 

কয়েকটি দেশের সম্মিলিত জরিপে বলা হয়, রাশিয়ান পর্যটকদের ভ্রামণে স্বাগত জানানোর সম্ভাবনাও রয়েছে। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক বছরেরও বেশি সময় ধরে চলছে। জরিপে জনগণের বক্তব্য ছিলÑ ইইউজুড়ে এককভাবে রাশিয়ান পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া একটি বিরোধী কার্যক্রম, যা পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে।

যদিও লাখ লাখ রাশিয়ান পর্যটক এখনও বিশ্বজুড়ে ভ্রমণ করছেন। ২০২২ সালে তুরস্কে ভ্রমণকারী রাশিয়ান পর্যটকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখে, যা ২০২১ সালে ছিল ১ কোটি ৯২ লাখ। এতে ইইউর বিপরীতে অন্য দেশগুলোতে রাশিয়ান পর্যটকের সংখ্যা বাড়ছে। 

বর্তমানে থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালদ্বীপ এবং মিসরে রাশিয়ান পর্যটকে মুখরিত হয়ে আছে। এতে করোনা মহামারির পর এসব দেশের পর্যটন শিল্প বেশ চাঙ্গা হয়ে উঠেছে। 

ব্যবসায়িক তথ্য প্রদানকারী সংস্থা গ্লোবালডেটার একটি প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান পর্যটকদের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর থাইল্যান্ড উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে। করোনা মহামারির পর পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল দেশটির পর্যটন বাণিজ্য বিশেষভাবে চাঙ্গা হয়ে উঠেছে। এতে থাইল্যান্ডের অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত পুনরুদ্ধারের সম্ভাবনা বাড়ছে। ২০২১ সালে রাশিয়ান পর্যটকরা ১ হাজার ১৪০ কোটি ডলার খরচ করে বিশ্বের শ্রেষ্ঠ ভ্রমণকারীর তালিকায় ১৪তম স্থান লাভ করেছিলেন। সূত্র : ফ্রান্স টোয়েন্টি ফোর 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা