× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষিপণ্য রপ্তানির জন্য কার্গো কেনা হবে : কৃষি সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৬:২৪ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ২১:৫১ পিএম

আম রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। প্রবা ফটো

আম রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। প্রবা ফটো

কৃষিপণ্য রপ্তানির জন্য কার্গো কেনা হবে বলে জানিয়েছেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। বৃহস্পতিবার (২৫ মে) সকালে রাজধানীর শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউজে আম রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে কার্গোতে স্থান সংকুলান হয় না এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওয়াহিদা আক্তার বলেন, ‘কৃষিপণ্য রপ্তানির জন্য কার্গো কেনার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কৃষিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। করোনাকালে কৃষকরা মাঠ ছেড়ে যায়নি বলেই আমরা এখনও খেয়ে পড়ে বেঁচে আছি।’  

তিনি আরও বলেন, ‘বিশ্ব বাজারে বাংলাদেশি কৃষিপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কৃষিপণ্য রপ্তানি করে ১ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার আয় হচ্ছে। অথচ বিদেশিদের চাহিদা অনুযায়ী আনুসঙ্গিক প্রয়োজন মেটাতে না পারায় বিশ্ববাজার ধরা যাচ্ছে না। অচিরেই এসব প্রতিবন্ধকতা দূর করতে ব্যবস্থা নেওয়া হবে। এতে করে কৃষিপণ্যে বিশ্বের প্রধান বাজারগুলোতে প্রবেশ সহজ হবে।’

বিশ্বের ২৮টি দেশে আম রপ্তানি জানিয়ে কৃষি সচিব বলেন, ‘এটি আরও বৃদ্ধি করতে হবে। এজন্য যত ধরনের প্রতিবন্ধকতা আছে তা দূর করা হবে। প্রয়োজনে উৎপাদন স্থানের কাছাকাছি প্যাকিং হাউজ করা হবে। এত প্রতিকূলতার মধ্যেও কৃষিতে রপ্তানি বাণিজ্য টিকে আছে এজন্য ব্যবসায়ীরা ধন্যবাদ প্রাপ্ত। তারা যদি হাল ছেড়ে দিতেন তাহলে এ বাজার আমরা হারাতাম। সরকার কৃষিকে প্রাধান্য দিচ্ছে। এজন্য কৃষি সম্প্রসারণে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

ওয়াহিদা আক্তার বলেন, ‘দেশে ২৪ লাখ টনের ওপরে আম উৎপাদন হয়। গত বছর মাত্র ১ হাজার ৭৫৭ টন রপ্তানি করা হয়েছে। বিশ্বে আম উৎপাদনে আমরা সপ্তম স্থানে থাকলেও রপ্তানিকারক প্রধান দেশগুলোর তালিকাতে স্থান নেই। আমাদের কৃষকরা ধানচাষের জমিকে আমচাষের উপযোগী করছে। তারা যাতে ন্যায্যমূল্য পায় সেটি ব্যবসায়ীদের দেখতে হবে। কৃষকরা মূল্য না পেলে তারা মুখ ফিরিয়ে নেবে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অণুবিভাগের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া এবং বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড এলাইডপ প্রোডাক্ট এক্সপোটোর্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। 

আরিফুর রহমান জানান, ২০২১-২২ অর্থবছরে ২৩ লাখ ৫০ হাজার টন আম উৎপাদন হয়েছে। এ বছর ২৪ লাখ ৬০ হাজার টনে দাঁড়াতে পারে উৎপাদন। রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা