× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমের কেজি ১ টাকা!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৩ ২০:৫৬ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১৩:০৩ পিএম

ঝরে পড়া আম। প্রবা ফটো

ঝরে পড়া আম। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের বাগানগুলোতে বিপুল পরিমাণ আম ঝরে পড়েছে। এমন পরিস্থিতিতে সেসব আম কেজিপ্রতি এক টাকা দরে বিক্রি হচ্ছে। সোমবার (২২ মে) এ কার্যক্রম শুরু হয়েছে। কিছু দিন পরই এসব আম কেজিপ্রতি ৪০-৫০ টাকায় বিক্রি করা যেত বলে জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, রবিবার রাতে ১৫ মিনিটে প্রাকৃতিক ঝড়ের কারণে গাছ থেকে বিপুল পরিমাণ আম ঝরে পড়ে। এর মধ্যে রয়েছে ফজলি, আশিনা, গুটিসহ অনান্য দেশি-বিদেশি জাতের আম। এসব আম মণপ্রতি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। 

আমবাগান মালিক মুনিরুল ইসলাম বলেন, ‘আগে ঝড় হয়েছিল। কিন্তু এত আম ঝরে পড়েনি। এখন আর কী করা। এক টাকা কেজি দরে বিক্রি করে দিচ্ছি।’

আমিনুল ইসালাম নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘এমন ঝড় আগে দেখিনি। আম ঝরে ব্যাপক ক্ষতি হয়েছে। আশপাশের অনেকে বাগান থেকে ২০-৩০ বস্তা আম কুড়িয়ে নিয়েছে।’

সেলিম রেজা নামের আরেক আমবাগান মালিক বলেন, ‘এখানকার মানুষ আম ব্যবসার ওপর নির্ভরশীল। ওই দিন রাতের ঝড়ে বাগানের প্রায় ৮০ শতাংশ আম ঝরে পড়েছে।’

ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী বলেন, ‘এবার উপজেলায় ৩ হাজার ৬৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। ওই দিন রাতে ঝড়ে ১ হাজার ৪২৫ হেক্টর জমিতে থাকা আমের ক্ষতি হয়েছে। ঝরে পড়ার পরিমাণ প্রায় ৬ হাজার ৮৪০ মেট্রিক টন। যা উৎপাদনের লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৫০ শতাংশ কম হবে। সব মিলিয়ে প্রায় ২৮ কোটি টাকার আমের ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাগানমালিকদের জন্য কৃষি প্রণোদনার প্রস্তাব পাঠানো হবে। সরকার যদি আম ব্যবসায়ীদের ক্ষতিপূরণের উদ্যোগ নেয়, তাহলে তাদের সহায়তা করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা