× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে বাজেট

এক হাজার কোটি টাকার তহবিল চায় প্রান্তিক খামারিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৩ ২১:১৬ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ২১:৪০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

আসছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ১ হাজার কোটি টাকার তহবিলের দাবি করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।

 শনিবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এ দাবি জানায় সংগঠনটি। পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ’বাজারের শেয়ারের ২০ শতাংশ ডিম ও মুরগি উৎপাদনকারী সিন্ডিকেট করপোরেট গ্রুপের সব সুযোগ-সুবিধা বাতিল করতে হবে। ডিম ও মুরগি উৎপাদনে ৮০ শতাংশ শেয়ারের প্রান্তিক পর্যায়ের খামারিদের সুরক্ষা দিতে হবে। এজন্য ক্ষুদ্র খামারিদের ১ হাজার কোটি টাকার তহবিল গঠন করে সব ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে উৎপাদনে ধরে রাখতে হবে। তা না হলে ভবিষ্যতে আমিষের ঘাটতি দেখা দেবে। ডিলার খামারিরা ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে জিম্মি হয়ে পড়েছেন কোম্পানির কাছে। সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা না নিলে ডিম ও মুরগি বেশি দামে কিনে খেতে হবে। জিম্মি হয়ে পড়বে ভোক্তা ও বাজারব্যবস্থা।’

তিনি আরও বলেন, ’পোল্ট্রি খামারিদের রক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) কর্মকর্তাদের কোনো ভূমিকা দেখছি না। তারা করপোরেটদের সহযোগিতা করে সব সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। এমনকি তারা পোল্ট্রি নীতিমালা ২০০৮ খসড়া করে বাজার সিন্ডিকেটের যন্ত্র কন্ট্রাক ফার্মিংকে বৈধতা দিতে যাচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

মানববন্ধনে পোল্ট্রি ফিড উৎপাদনে ৬০ শতাংশ ভুট্টার প্রয়োজন হয় জানিয়ে সুমন হাওলাদার বলেন, ’২০২১ সালে যে ভুট্টার দাম ছিল ২৮ টাকা কেজি এবং ৫০ কেজির এক বস্তা পোল্ট্রি ফিডের দাম ছিল ২ হাজার ৫০০ টাকা, সেই ভুট্টা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দোহাই দিয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বেড়ে হয় ৪১ টাকা কেজি এবং পোল্ট্রি ফিডের দাম হয় ৩ হাজার ৭৪০ টাকা। মার্চে আন্তর্জাতিক বাজারে ভুট্টার দাম কেজিতে ১৬ টাকা এবং ফিড উৎপাদনের অন্যান্য উপাদানের দাম ৪০ শতাংশ কমলেও বাংলাদেশে ফিডের দাম কমেছে বস্তাপ্রতি মাত্র ৭৫ টাকা। বর্তমানে দেশে ৫৯ কেজির পোল্ট্রি ফিড বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৫০ টাকা।’

সংগঠনটির সভাপতি আরও অভিযোগ করেন, মুরগির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি বাচ্চা উৎপাদন করতে সর্বোচ্চ ৩৫ টাকা খরচ হলেও তারা খামারিদের কাছে বিক্রি করেন ৭০-৯০ টাকা। আবার পোল্ট্রি ফিডের উৎপাদন খরচ সর্বোচ্চ ২ হাজার ৪০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকা হলেও খামারিদের কাছে বিক্রি করেন ৩ হাজার ৬৫০ টাকা। করপোরেট গ্রুপের এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।’

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সহসভাপতি বাপ্পি কুমার দে, সাতক্ষীরা জেলার সভাপতি শেখ মাহবুবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি সানাউল্লাহ, কিশোরগঞ্জ জেলার সভাপতি নুরুল ইসলাম, খুলনা জেলার সভাপতি অমিত রায়, রাজশাহী জেলার সভাপতি ইয়াসিন, ময়মনসিংহ জেলার সভাপতি মকবুল হোসেন সাগর, টাঙ্গাইল জেলার সভাপতি ফরহাদ হোসেনসহ অন্যান্য জেলার নেতারা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা