× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীমার শেয়ারে সূচকে উত্থান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৩:৫৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সপ্তাহের চতুর্থ কর্মদিবস গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজারে বীমা খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তাতে দরপতন থেকে রক্ষা পেয়েছে বাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৪ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেন। সব মিলিয়ে টানা তিন কর্মদিবস দরপতনের পর মঙ্গল ও বুধবার দুদিন পুঁজিবাজারে উত্থান হলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে বীমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে একটির, অপরিবর্তিত রয়েছে সাতটি কোম্পানির। এর আগের দুই দিন সোম ও মঙ্গলবার একই ধারায় পুঁজিবাজারে বীমা খাতের শেয়ারের লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, মোট ১৩ কোটি ৫৯ লাখ ১০ হাজার ৫৪৪টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭১১ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকা। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৪৪ কোটি ২৯ লাখ ৫৩ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। আগের দিনের ধারাবাহিকতায় এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। 

ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই ৩০ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টি কোম্পানির, কমেছে ৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৮৯টি কোম্পানির শেয়ারের দাম।

গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার। তারপর রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। এ ছাড়া শীর্ষ দশে ছিল যথাক্রমে রয়েল টিউলিপ সি পার্ল, রূপালী লাইফ, অগ্নি সিস্টেমস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনিক হোটেল, জেমিনি সি ফুডস, ইস্টার্ন হাউজিং এবং চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার। 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ২৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ১২২টির দাম।

দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৯৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৯৯৩ টাকার শেয়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা