× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্থিক সংকটে ডেলিভারি স্টার্টআপ নুরো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৩:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বয়ংক্রিয় যানবাহনের মাধ্যমে পণ্য সরবরাহকারী স্টার্টআপ নুরো আর্থিক সংকটে পড়েছে। বৈশ্বিক সম্ভাব্য অর্থনৈতিক মন্দার ঝুঁকি এড়াতে এরই মধ্যে প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাই শুরু করেছে। 

প্রযুক্তি বিশ্লেষণী প্রতিষ্ঠান টেকক্রাঞ্চ তাদের এক প্রতিবেদনে জানায়, ছাঁটাই করা কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০ জনে, যা প্রতিষ্ঠানটির বিদ্যমান কর্মীর ৩০ শতাংশ। যদিও কোম্পানিটি এখন পর্যন্ত কতজন কর্মী ছাঁটাই করা হচ্ছে, তা নির্দিষ্ট করে জানায়নি। 

তবে এ বিষয়ে নুরোর পক্ষে থেকে জানানো হয়, কোম্পানি থেকে নতুন রোডম্যাপ নেওয়া হচ্ছে। সেই সিদ্ধান্ত অনুসারে এই সপ্তাহের শেষের দিকে পরিকল্পিতভাবে কর্মী ছাঁটাই করা হবে। প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নুরোর সহপ্রতিষ্ঠাতারা এক ব্লগ পোস্টে বলেন, ‘ডেলিভারি স্টার্টআপ নুরোর এই নতুন রোডম্যাপটি বাস্তবায়ন করার অর্থ হলোÑ প্রতিষ্ঠানটি অতিরিক্ত খরচ কমাতে চাচ্ছে। গত মাসে কিছু কর্মচারীকে ছাঁটাইপূর্বক স্বেচ্ছাসেবী প্যাকেজের অধীন কাজের কথা বলা হয়েছিল। চলতি সপ্তাহে স্টার্টআপটি পরিকল্পিতভাবে কর্মী ছাঁটাই করবে। এই পরিবর্তনটি আমাদের করতেই হচ্ছে।’ 

এদিকে স্টার্টআপটি মাউন্টেন ভিউ সদর দপ্তরে গত বছরের নভেম্বরে প্রায় ৩০০ জনকে ছাঁটাই করে; যা তৎকালীন কর্মশক্তির ২০ শতাংশ ছিল। প্রায় ৬ মাস পরে আবার ছাঁটাইয়ের ঘটনা ঘটতে যাচ্ছে। 

টেকক্রাঞ্চের মতে, যাদের বরখাস্ত করা হয়েছে তারা ১২ সপ্তাহ প্রতিষ্ঠানটিতে কাজের সুযোগ পাবেন। যারা দুই বছর বা তার চেয়ে বেশি সময় ধরে কোম্পানিটির সঙ্গে যুক্ত ছিলেন তারা ১২ সপ্তাহের সঙ্গে অতিরিক্ত দুই সপ্তাহ বেশি কাজ করার সুযোগ পাবেন। এ ছাড়াও যেসব কর্মীর ভিসা আছে, প্রতিষ্ঠানটি তাদের অতিরিক্ত সহায়তা হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রদান করবে। সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা