× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিক্রয়কেন্দ্র থেকে পণ্য নিলে মূল্যছাড় দেবে আমাজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৭:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অনলাইনে পণ্যের অর্ডার করলে গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিত ই-কমার্স জায়ান্ট আমাজন। তবে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নতুন অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ অফারে আমাজনের বিক্রয়কেন্দ্রে এসে পণ্য কিনলে গ্রাহককে দেওয়া হবে মূল্যছাড়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে গ্রাহকদের জানানো হয়েছে, ২৫ ডলার বা তার বেশি পরিমাণ অর্থের পণ্যের অর্ডারগুলোয় আমাজন ১০ ডলার পর্যন্ত মূল্যছাড় দেবে। এজন্য তাদের পণ্য নিতে বিক্রয়কেন্দ্র পর্যন্ত আসতে হবে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে আমাজনের সঙ্গে যোগাযাগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

আমাজনের এ অফারের বিষয়ে নিউইয়র্কভিত্তিক শিপিং পরামর্শদাতা প্রতিষ্ঠান আপস্টেটের কর্মকর্তা ডেন ম্যাসিউবা বলেন, আমাজন বাড়ি পর্যন্ত পণ্য ডেলিভারির বিপরীতে তাদের বিক্রয়কেন্দ্র ব্যবহারে গ্রাহকদের অভ্যস্ত করতে পারলে উভয় পক্ষই উপকৃত হবে। এতে ব্যয়বহুল পণ্য ডেলিভারির অতিরিক্ত খরচ থেকেও গ্রাহকরা মুক্তি পাবেন। এতে গ্রাহকও কোনো ধরনের ত্রুটিপূর্ণ পণ্য খুব সহজে যথাস্থানে ফেরত দিতে পারবেন। কারণ ইউনাইটেড পার্সেল সার্ভিস স্টোরের মাধ্যমে আমাজনের পণ্য ফেরত দিতে গ্রাহকদের ফি বাবদ এক ডলার অতিরিক্ত খরচ করতে হয়। কিন্তু পণ্য সংগ্রহ কেন্দ্রগুলোয় ত্রুটিপূর্ণ পণ্য ফেরত দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকদেরও কোনো খরচ করতে হবে না। সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা