× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈদ্যুতিক গাড়ির দাম কমাল ফোর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৯:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অটোমোবাইল কোম্পানি ফোর্ড তাদের বৈদ্যুতিক গাড়ি মাস্টাং মাক-ই এর দাম ৬ শতাংশ পর্যন্ত কমিয়েছে। এতে এ মডেলের গাড়িগুলোর দাম কমেছে তিন থেকে চার হাজার মার্কিন ডলার। তবে দাম কমালেও গাড়ির রেঞ্জ ও অন্য আরও কিছু ফিচারও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো মাস্টাং মাক-ই গাড়ির দাম কমাল ফোর্ড। মাস্টাং মাক-ই রিয়ার হুইল ড্রাইভ বেজ মডেলের দাম এখন ৪২ হাজার ৯৯৫ (ডেলিভারি ও ডেস্টিনেশন চার্জ ছাড়া) ডলার এবং জিটি মডেলের দাম (ম্যানুফ্যাকচারস সাজেস্টেড রিটেইল প্রাইস বা এমএসআরপি) ৫৯ হাজার ৯৯৫ ডলার।

ফোর্ড জানিয়েছে, তারা আবার মাস্টাং মাক-ই গাড়ির অর্ডার নেওয়া শুরু করেছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে গাড়িটির উৎপাদনও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ জন্য ফোর্ডের কারখানার প্রয়োজনীয় মানোন্নয়ন করা হচ্ছে। 

ফোর্ড আশা করছে, এই কারখানায় ২০২৩ সালে মোট ১ লাখ ৩০ হাজার ইউনিট গাড়ি উৎপাদন করতে পারবে তারা। তবে বছর শেষে ফ্যাক্টরিটির উৎপাদন ক্ষমতা ২ লাখ ইউনিট ছাড়িয়ে যাবে। 

বৈদ্যুতিক গাড়ির দাম নিয়ে তীব্র প্রতিযোগিতার মুখে ফোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া গত প্রান্তিকে গাড়িটির বিক্রিও গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কমেছে। মাস্টাং মাক-ই গাড়ির দাম কমানোর ঘোষণার কয়েক ঘণ্টা পর আরেক বিবৃতিতে ফোর্ড জানায়, গত প্রান্তিকে কোম্পানিটি ১৮০ কোটি ডলার আয় করেছে। গত বছরের প্রথম প্রান্তিকে ফোর্ডের লোকসান হয়েছিল ৩১০ কোটি ডলার। সূত্র : সিএনএন


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা