× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মূল্যস্ফীতি-জিডিপি নির্ণয় পদ্ধতির অগ্রগতি জানতে চেয়েছে আইএমএফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ২০:০১ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ২০:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শর্ত অনুযায়ী মূল্যস্ফীতি (কনজিউমার প্রাইস ইনডেক্স-সিপিআই) নির্ণয় পদ্ধতি, ত্রৈমাসিক জিডিপির (মোট দেশজ উৎপাদন) তথ্য দেওয়ার অগ্রগতির বিষয়ে জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। স্বাধীনতার পর থেকে বিগত ৫০ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিক তথ্যও চেয়েছে আইএমএফ। এই তিন বিষয়ের অগ্রগতি সম্পর্কে আইএমএফকে অবগত করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। 

মঙ্গলবার (২ মে) শর্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে বিবিএসের সঙ্গে বৈঠক করেন সফররত আইএমএফের প্রতিনিধি দল। রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনে অনুষ্ঠেয় ওই বৈঠকে তাদের দেওয়া শর্ত তিনটি সম্পর্কে জানতে চাওয়া হয়।

তা ছাড়া দেশের পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার চায় আইএমএফ। এরই অংশ হিসেবে শর্ত ছিল তিন মাস অন্তর মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হিসাব প্রকাশ করতে হবে। পাশাপাশি মূল্যস্ফীতির বর্তমান হিসাবে আনতে হবে পরিবর্তন। বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদনের জন্য এসব শর্ত দিয়েছিল সংস্থাটি। 

আইএমএফের সঙ্গে বৈঠকের বিষয়ে বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান বলেন, ‘তিনটি কাজের অগ্রগতির বিষয়ে তারা জানতে চেয়েছে। কাজের অগ্রগতি সম্পর্কে তাদের জানানো হয়েছে। আগেই বলা হয়েছিল, জিডিপির তথ্য স্বাধীনতার পর থেকে বই আকারে প্রকাশ করা হবে। সেটাই করা হচ্ছে।’ 

ত্রৈমাসিক জিডিপি প্রসঙ্গে তিনি বলেন, ‘আইএমএফের শর্ত দেওয়ার আগে থেকেই ত্রৈমাসিক ভিত্তিতে (কিউ জিডিপি) জিডিপির হিসাব দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা মেনেই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। আইএমএফ বলার পর সেটিতে আরও গতি পেয়েছে। আইএমএফ এ বিষয়ে জানতে চাইলে বলা হয়েছে, জিডিপির তথ্য বছরে চারবার প্রকাশ করবে সরকার। তবে চলতি বছর থেকে এটি করা সম্ভব হবে না। ২০২৪ সাল থেকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশ করা হবে।’ 

মূল্যস্ফীতির বর্তমান হিসাবে পরিবর্তন আনতে বলেছিল আইএমএফ। এক্ষেত্রে আইএলওর প্রেসক্রিপশনের পরিবর্তে তাদের গাইডলাইন অনুসরণ করতে বলা হয়েছিল। এর অগ্রগতি সম্পর্কেও জানতে চেয়েছে আইএমএফ। 

এ বিষয়ে বিবিএসের মহাপরিচালক বলেন, ‘এখন থেকে আইএমএফের শর্ত অনুযায়ী তাদের গাইডলাইন মেনে মূল্যস্ফীতির হিসাব করা হবে। সেটি তাদের জানানো হয়েছে। নতুন মূল্যস্ফীতিতে খাদ্যপণ্য ১৫৩-এর জায়গায় ২৬৩টি হবে। ৭২০ পণ্য মিক্সড ম্যাথডে স্থান পাবে। নতুন মেথডে সিপিআই প্রকাশ হবে। এক্ষেত্রে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী জরিপেই সেটা অনুসরণ করা হবে। মূল্যস্ফীতির নতুন মেথডের বিষয়ে তাদের অবগত করা হয়েছে। তারা বিবিএসের অগ্রগতি জেনে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।’ 

বর্তমানে আট ক্যাটাগরির অধীনে ৪২০টি আইটেমের বাজার দর নিয়ে মূল্যস্ফীতির হিসাব করা হয়। এক্ষেত্রে মানা হয় আইএলওর প্রেসক্রিপশন। কিন্তু আইএমএফের শর্ত অনুযায়ী এখন থেকে আইএমএফের গাইডলাইন মেনে মূল্যস্ফীতির হিসাব করা হবে। এক্ষেত্রে ১২টি ক্যাটাগরির অধীনে ৭২২টি খাদ্য ও খাদ্যবহির্ভূত আইটেমের তথ্য নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা