× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পতনের মুখে ফার্স্ট রিপাবলিক ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৮:৩৮ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১৮:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অর্থনৈতিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যাংক ফার্স্ট রিপাবলিক। অর্থনৈতিক টালমাটাল অবস্থায় এবার পতনের মুখে পড়েছে ব্যাংকটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম প্রান্তিকে ফার্স্ট রিপাবলিকের মোট আমানত ৪১ শতাংশ কমেছে, যা প্রতিষ্ঠানটির আমানতের রেকর্ডকে নিম্নস্তরে পাঠিয়েছে। 

গত কয়েক সপ্তাহ ধরেই সান ফ্রান্সিসকোভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটির অবস্থা এমন দৈন্যদশা ছিল। এমন পরিস্থিতিতে অনেক বিশ্লেষক বলছেন, ফার্স্ট রিপাবলিকের পতন আসন্ন। যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান গর্ডন হাসকেটের অন্যতম গবেষক ডন বিলসন বলেন, ‘প্রতিদিন ফার্স্ট রিপাবলিকের ভঙ্গুর দশা স্পষ্ট হয়ে উঠছে। এখন আসলে একটি প্রশ্নের উত্তর পাওয়া জরুরি তা হলো, কখন এবং কীভাবে ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন এই প্রতিষ্ঠানটির বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেবে।’ 

এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ফার্স্ট রিপাবলিকের শেয়ার বিক্রি গত মঙ্গল এবং বুধবার অসংখ্যবার বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রির চাপ বাড়ছিল। 

তবে ফার্স্ট রিপাবলিক তাদের সর্বশেষ প্রতিবেদনে বলছে, তারা টিকে থাকতে বিকল্প পদক্ষেপ খুঁজছে। প্রতিষ্ঠানটি তার ব্যবসাকে শক্তিশালী করতে এবং ব্যালেন্স শিট পুনর্গঠনের জন্য জরুরি পদক্ষেপ নিতে যাচ্ছে। সূত্র : সিএনএন 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা