× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দারিদ্র্য নিরসনের যন্ত্র যাদের হাতে তারা এটাকে কাজে লাগায় না : পরিকল্পনামন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৪ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৬ পিএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

দারিদ্র্য নিরসনের যন্ত্র যাদের হাতে তারা এটাকে কাজে লাগায় না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

তিনি বলেন, ‘দারিদ্র্য ও বৈষম্য গভীর ও কঠিন একটা বিষয়। কঠিন হয়েছে নানা কারণে। পণ্ডিতরা এটা নিয়ে জানে কিন্তু কিছুই করতে পারে না। কারণ দারিদ্র্য নিরসনের যন্ত্র পন্ডি তদের হাতে নেই।’

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘মাল্টি-স্টেকহোল্ডার ন্যাশনাল ওয়ার্মশপে’ অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

সমাজে এখনও অন্যায় আছে দাবি করে মন্ত্রী বলেন, তবে মূল জায়গায় আমরা এখনো হাত দিতে পারিনি বা পৌঁছাইনি। বিধিবন্ধ অবিচার রয়েছে এখানে হাত দিতে পারিনি। যেমন গ্রামের জলশয়ের মূল মালিক স্থানীয় জনগণ। কিন্তু এটা এখন ইজারা দেওয়া হয়, প্রশাসন একাজে সহায়তা করে।

যে লোকটা পলুই দিয়ে মাছ মেরে খেত, সে এখন খেতে পারে না। তার কিনে খাওয়ারও ক্ষমতাও নেই। গ্রামে আমরা সবাই ছোট মাছ ধরতাম। কেউ জাল দিয়ে মাছ ধরতাম। আমিও মাছ ধরতাম। কিন্ত মজার বিষয় হলো এখন গ্রামে কেউ মাছ ধরে না। আইন করে এটা বন্ধ করা হয়েছে। এটা কতটুকু যৌক্তিক?'

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ব্র্যাক বাংলাদেশের চেয়ারম্যান ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নাসহ সংশ্লিষ্টরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রবা/ইউরি 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা