× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনসনের দেউলিয়াত্ব আবেদন খারিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৬:৫৫ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৭:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নিজেদের দেউলিয়া প্রমাণ করতে আদালতের দ্বারস্থ হয়েছিল যুক্তরাষ্ট্রের অন্যতম ভোক্তাপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে)। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জনসনের আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

জে অ্যান্ড জের বেবি পাউডার এবং অন্যান্য ট্যাল্কপণ্য অ্যাসবেস্টস দ্বারা দূষিত হওয়ার অভিযোগে ৩৮ হাজারের বেশি মামলার মুখোমুখি হয়। তবে মামলা বন্ধ করতে জে অ্যান্ড জে তার সহযোগী প্রতিষ্ঠান এলটিএলকে দেউলিয়া ঘোষণা করে। কিন্তু সবকিছু বিবেচনায় নিয়ে গত জানুয়ারিতে ফিলাডেলফিয়া-ভিত্তিক ইউএস সার্কিট কোর্ট অব আপিলের রায় দেয়, এলটিএল বা জে অ্যান্ড জের দেউলিয়া ঘোষণার প্রয়োজন নেই। কারণ তারা আর্থিক সংকটে ছিল না।

এদিকে রায় কার্যকর বিলম্ব করতে এবং কোম্পানির পক্ষ থেকে আপিলের সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করেছিল জে অ্যান্ড জে। তবে গত শুক্রবার একটি সংক্ষিপ্ত লিখিত আদেশে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন আদালত। একই সঙ্গে একজন দেউলিয়া বিচারককে এলটিএলের অধ্যায় ১১ অনুযায়ী মামলা খারিজ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট৷

তবে এলটিএল এখনও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিক পিটিশন দাখিল করেনি।

উল্লেখ্য, এলটিএলের দেউলিয়াত্ব খারিজ হলে ৩৮ হাজার মামলার কার্যক্রম আবার শুরু হবে।

সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা