× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মঘটে বাতিল ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৩:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে ১০ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের ৫ নম্বর টার্মিনালের নিরাপত্তাকর্মীরা। এজন্য টার্মিনালটি নিয়মিত ব্যবহার করায় বিপাকে পড়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। ইস্টারের ছুটিতে যাত্রীর চাপ থাকার পরও এ সময়ে তাদের প্রতিদিন ৩২টি করে ফ্লাইট বাতিল করতে হচ্ছে। তবে অন্যান্য টার্মিনালে বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ।

দেশটির শ্রমিকদের সংগঠন ইউনাইট ইউনিয়ন জানিয়েছিল, হিথ্রো বিমানবন্দরে কর্মরত ১ হাজার ৪০০ নিরাপত্তারক্ষী আগামী ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ধর্মঘট পালন করবে। যাত্রীদের জন্য ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, বিমানের যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা থাকবে।

পূর্বপরিকল্পনা অনুযায়ী ৫ নম্বর টার্মিনালের নিরাপত্তাকর্মীরা ধর্মঘট পরিচালনা করবে বলে জানিয়েছে ইউনাইট ইউনিয়ন। এর আগে গত সপ্তাহে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তাকর্মীদের ১০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দেয়। কিন্তু তাতে সন্তুষ্ট নয় শ্রমিকদের সংগঠনটি। তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, ১০ শতাংশ বেতন বৃদ্ধি করা হলেও চলমান মূল্যস্ফীতির সঙ্গে তারা টিকে থাকতে পারবে না। 

তারা বিমান চলাচলের ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ ব্রিটিশ এয়ারওয়েজকে জানায়, ইস্টারের ছুটিতে বিমান চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনতে হবে এবং আপাতত টিকিট বিক্রি বন্ধ রাখতে হবে।

এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, আমাদের দুর্ভাগ্যবশত বিমান চলাচলের সময়সূচিতে কিছুটা পরিবর্তন করতে হয়েছে। বিমানের ভ্রমণ পরিকল্পনায় ব্যাঘাত ঘটায় যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। 

সূত্র : বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা