× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগদ বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে এগিয়ে যাওয়া স্টার্টআপ : পলক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ০০:১৭ এএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১১:০৯ এএম

মেঘনা ব্যাংকের এমএফএস ‘মেঘনা পে’র উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যরা। সংগৃহীত ছবি

মেঘনা ব্যাংকের এমএফএস ‘মেঘনা পে’র উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যরা। সংগৃহীত ছবি

নগদকে সারা বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে এগিয়ে যাওয়া স্টার্টআপ বলে অভিহিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, মাত্র তিন বছরে বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়েছে নগদ। এই বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হতে বিকাশের ১০ বছর লেগেছিল।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীতে মেঘনা ব্যাংকের এমএফএস ‘মেঘনা পে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেঘনা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং অ্যাপ মেঘনা পে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

তিনি বলেন, ‘আমরা একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে মেঘনা পের টেকনোলজিক্যাল যেকোনো সহযোগিতায় পাশে থাকব। কারণ আমরা বিশ্বাস করি বাজারে মনোপলি ভাঙতে আমরা যদি মেঘনা পের পাশে থেকে কাজ করি, তাহলে বাজার উপকৃত হবে, মানুষও উপকৃত হবে।’

তিনি বলেন, ‘আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।’

ই-কেওয়াইসির পাশাপাশি কয়েকটি বাটন চেপে অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছে নগদ। এতে স্বয়ংক্রিয়ভাবে ডাটাবেজ থেকে তথ্য সংগ্রহ করে অ্যাকাউন্ট খোলা যায়। ই-কেওয়াইসি প্রচলনে নগদের উদ্ভাবনের কারণেই বাংলাদেশের আর্থিক সেবা খাতে বড় অগ্রগতি এসেছে। দেশের প্রায় সব আর্থিক প্রতিষ্ঠানই এখন এ ই-কেওয়াইসি পদ্ধতি গ্রহণ করেছে এবং তাদের অপারেশনাল খরচ অনেক কমিয়েছে। ফলে অ্যাকাউন্ট খুলতে এখন আর কাগজের ব্যবহার হয় না। অ্যাপ দিয়েই ব্যাংক থেকে শুরু করে সব আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। এখন বাংলাদেশকে ক্যাশলেস করার পথে এটা অনেক বড় একটা পদক্ষেপ হতে যাচ্ছে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এদিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে নগদের পার্টনারশিপ এবং পরিচয়ের সঙ্গে আইসিটি বিভাগের চুক্তির ফলে নগদ বিপ্লব করে ফেলতে পেরেছে, আমাদের পোস্টের (ডাক বিভাগের) সঙ্গে নগদের পার্টনারশিপের ভিত্তিতে এবং আইসিটির সঙ্গে পরিচয়ের পার্টনারশিপের ভিত্তিতে নগদ মাত্র তিন বছরে বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়েছে। যে বিলিয়ন ডলার কোম্পানি হতে বিকাশের লেগেছিল ১০ বছর।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা