× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইডেনের আশ্বাসের পর পুঁজিবাজারে ধস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ২১:১১ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ২১:২৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতের ধসের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে এশিয়া এবং ইউরোপের বাজারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বন্ধ হওয়া ব্যাংকের গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে প্রেসিডেন্টের আশ্বাসের পরও এশিয়া ও ইউরোপের অনেক ব্যাংকের শেয়ারের দর কমতে শুরু করেছে। 

এশিয়ান ট্রেডিংয়ে জাপানের সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান মিৎসুবিশি ইউএফজে ফিন্যান্সিয়াল গ্রুপের শেয়ারদর কমেছে ৮ দশমিক ১ শতাংশ, টপিক্স ব্যাংকের শেয়ারদর কমেছে ৭ শতাংশের বেশি; যা ব্যাংকটির তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি কমেছে। একই সঙ্গে ইউরোপের দেশ স্পেনের স্যান্টান্ডার এবং জার্মানির কমার্স ব্যাংকের শেয়ারের দর ১০ শতাংশের বেশি কমতে দেখা গিয়েছে। 

তবে অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে গ্রাহকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ’আর্থিক ব্যবস্থা সুরক্ষিত রয়েছে। গ্রাহকদের যখন ইচ্ছা তখনই নিজের টাকা হাতে পাবেন।’

অন্যদিকে ব্রিটেনের সরকারের তত্ত্বাবধানে সে দেশে সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) শাখা মাত্র ১ পাউন্ডে হাতে নিয়েছে এইচএসবিসি। সংশ্লিষ্ট মহলের বক্তব্য থেকে জানা যায়, ইউরোপের মতো ব্রিটেনের অর্থনীতিও চাপে। তাই তড়িঘড়ি করে এমন পদক্ষেপ গ্রহণ করল ব্যাংক অব ইংল্যান্ড। 

এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, এই অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদের হার বাড়ানোর পরিকল্পনা থেকে পিছিয়ে আসবে।

এদিকে এসভিবির দেউলিয়া হওয়াকে ২০০৮ সালের পর আমেরিকার বৃহত্তম ব্যাংকিং সংকট হিসেবে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা। আর সিগনেচার ব্যাংকের ঘটনাকে বলা হচ্ছে সে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাংক বিপর্যয়। 

তবে এই পরিস্থিতি সামলাতে সপ্তাহজুড়ে আলোচনা করেছে ফেড, আমানত বীমা কর্তৃপক্ষ ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) ও অর্থ দপ্তর। দেশটির অর্থ সচিব জ্যানেট ইয়ালেন ঘোষণা করেন, দুই ব্যাংকেরই সব গ্রাহক তাদের আমানত তুলতে পারবেন। যৌথ বিবৃতিতে বলা হয়, বীমাকৃত আড়াই লাখ ডলারের বেশি যাদের আমানত রয়েছে, তারাও তহবিল প্রত্যাহারের সুবিধা পাবেন। এর জন্য ব্যাংকের সম্ভাব্য ক্ষতি করদাতাদের কাঁধে চাপবে না। এফডিআইসিকে বাড়তি তহবিল জোগাবে ফেড। তবে শেয়ারহোল্ডার এবং কিছু শ্রেণির ঋণপত্র গ্রাহকরা এ প্রকল্পের সুবিধা পাবেন না। 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা