× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ জায়গা বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ২০:০৪ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ২০:২৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সবচেয়ে আকর্ষণীয় এবং নিরাপদ জায়গা বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি ফারুক হাসান।

রবিবার (১২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন। 

তৈরি পোশাক খাত থেকে ১০০ বিলিয়ন ডলার আয় ও করণীয় শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি আরও বলেন, বাংলাদেশে স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীরা সমান সুবিধা পায়। এখানে সকল শিল্প খাতেই বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগে শতভাগ নিশ্চয়তা প্রদান করা হয়।

প্রবন্ধে বাংলাদেশে শিক্ষার হার, মানবসম্পদ ও ইন্টারনেট ব্যবহারের তথ্য দিয়ে ফারুক হাসান বলেন, ‘দেশে ১৫ থেকে ২৪ বছর বয়সি শিক্ষার্থীর হার রয়েছে ৭২ শতাংশের ওপরে। একই সঙ্গে প্রতিবছর ২০ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করছে। এ ছাড়া ১১ কোটি ৭০ লাখ মানুষ মোবাইল ব্যবহার করছে। যেখানে ৩৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারে প্রবেশ করেছে।’

শ্রমবাজার এবং অবকাঠামো উন্নয়ন তুলে ধরে ফারুক হাসান বলেন, ‘এখানে ন্যায্যমূল্যে শ্রমিকের সহজলভ্যতা রয়েছে। একই সঙ্গে রয়েছে শুল্কমুক্ত সুবিধাও। অবকাঠামো উন্নয়নের দিক দিয়ে বেশ সফলতার দিকে যাচ্ছে বাংলাদেশ। পদ্মা সেতু, মেট্রোরেল, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টসহ সব দিক থেকেই দৃঢ় চিত্তে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

প্রবন্ধে পোশাকশিল্পের ধারাবাহিক সফলতার তথ্য তুলে ধরে ফারুক হাসান বলেন, ‘১৯৮০ সালে পোশাকশিল্প থেকে রপ্তানি আয় হয়েছিল মাত্র ১২ হাজার ডলার, সেই আয় ২০২২ সালে এসে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৭০ বিলিয়ন ডলারে। বাংলাদেশে এখন ৩ হাজার ৫০০টি পোশাক কারখানা সচল রয়েছে। যেখানে কাজ করছে ৪ মিলিয়ন মানুষ। পোশাক খাতে বিনিয়োগ রয়েছে ২০ বিলিয়ন ডলারের। বাংলাদেশের পোশাক রপ্তানি হচ্ছে ১৬৭টি দেশে। এ ছাড়াও বাংলাদেশে রয়েছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ১৯২টি সবুজ কারখানা।’

সেমিনারে বিনিয়োগের পরিবেশ নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কণ্ঠেও ছিল একই সুর। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন বিনিয়োগের সর্বাত্মক পরিবেশ রয়েছে। সরকার যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন করেছে। নতুন নতুন সড়ক ও সেতু নির্মিত হয়েছে। আমরা পদ্মা সেতু করেছি নিজের টাকায়, ফলে যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকার বিনিয়োগকে সহজীকরণ করেছে। দেশে বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসাবান্ধব। প্রধানমন্ত্রী তৈরি পোশাক খাতকে ব্যাপক সহযোগিতা দিয়েছেন। করোনায় যেখানে সারা বিশ্ব থমকে গিয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী এ খাতকে সচল রাখতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়েছিলেন। এজন্য আমদের রপ্তানি খাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে তা বাড়ছে। গত বছর আমরা ৫২ বিলিয়ন ডলারের পণ্য  রপ্তানি করেছি। আশা করি, আগামীতে আমরা গার্মেন্টস থেকেই ১০০ বিলিয়ন ডলার রপ্তানি আয় করব।’ 

বৈশ্বিক প্রেক্ষাপটে সংকট সমাধানে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে। দেশের শিল্পকারখানায় এরই মধ্যে জ্বালানির সরবরাহ বেড়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে শিল্পকারখানায় গ্যাসের সংকট কেটে যাবে এবং কারখানাগুলোতে আগের চেয়ে আরও বেশি গ্যাসের চাপ পাওয়া যাবে।’  

অনুষ্ঠানে বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ ও এফবিসিসিআইর সাবেক সভাপতি  শফিউল ইসলাম মহিউদ্দিন, বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিটিএমএর পরিচালক আজিজুর আর চৌধুরী, বিজিএমইএর পরিচালিক আসিফ আশরাফ, ওয়ালমার্টের সিনিয়র ডিরেক্টর শ্রী দেবী কালাভাকোনালো প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা