× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইতে লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৫ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে। গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয় ৩ হাজার ২৪৩ কোটি ৬৬ লাখ টাকা। আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ৪০৪ কোটি ১১ লাখ টাকা বা ১৪ দশমিক ২৩ শতাংশ। সেই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয় ৬৪৮ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৫৬৭ কোটি ৯১ লাখ টাকা। 

দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও বাজার মূলধন কিছুটা কমেছে। গত সপ্তাহ শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ কোটি ১৮ লাখ টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়ায় ৭ লাখ ৬৭ হাজার ৫০ কোটি ১৫ লাখ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২৮৮ কোটি টাকা। একইসঙ্গে কমেছে মার্কেট পিই রেশিও বা মূল্য আয় অনুপাত। এক সপ্তাহ ব্যবধানে পিই রেশিও দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪৩ পয়েন্টে। 

সেই সঙ্গে সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ২৮৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ২৩৫ পয়েন্টে। গত সপ্তাহে ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০টির।

লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানির লেনদেন হয়েছে ১ হাজার ১০৮ কোটি ৭৫ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩৪ দশমিক ১৮ শতাংশ। বিগত কয়েক সপ্তাহের মতো গত সপ্তাহেও লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসিস লিমিটেড। বাজার মূল্যের ৩২৭ কোটি ১৫ লাখ টাকা শেয়ার হাতবদল হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ২৮৭ কোটি ৯৮ লাখ টাকা। লেনদেনের তালিকায় শীর্ষ পাঁচে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিক্সের ১৯৫ কোটি ৮ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ১৫৭ কোটি ৭৯ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৪১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শেয়ার। এর দাম বেড়েছে ৪৪ টাকা ১০ পয়সা বা ১৬ দশমিক ৮৪ শতাংশ বেড়ে সবশেষ লেনদেন হয় ৩০৬ টাকায়। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর  ১৪ দশমিক ১৮ শতাংশ বেড়ে লেনদেন হয় ৪৫৯ টাকায়। তালিকার অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু অ্যাগ্রোর ১৫ দশমিক ৯৫ শতাংশ, জেমিনি সি ফুডের ১২ দশমিক ৪৭ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ৯ দশমিক শূন্য ২ শতাংশ দর বেড়ে শীর্ষ ৫-এ অবস্থান করছে।

এদিকে সাপ্তাহিক দর পতনের শীর্ষে অবস্থান করছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২৩ টাকা ৮০ পয়সা বা ১৫ দশমিক ৯১ শতাংশ কমে অবস্থান করছে ১২৫ টাকা ৮০ পয়সায়। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের শেয়ার দর ১৩ দশমিক ৩৯ শতাংশ কমে অবস্থান করছে ১৫ টাকা ৯০ পয়সায়। 

তালিকার অন্যান্য কোম্পানির মধ্যে প্রগতি ইনস্যুরেন্সের ৯ দশমিক ১৮ শতাংশ, পপুলার লাইফ ইনস্যুরেন্সের ৮ দশমিক ৯৮ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৭ দশমিক ৭৫ শতাংশ দর কমেছে।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩৪ লাখ টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ১৪ কোটি ৮০ লাখ টাকা বা ২৯ দশমিক ২৯ শতাংশ বেশি। ওই সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৫০ কোটি ৫৩ লাখ টাকা। 

গত সপ্তাহে মিশ্রভাব ছিল সিএসইর সূচকগুলোতে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৮টির দর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা