× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুরে দাঁড়াচ্ছে ভিডিও স্ট্রিমিংয়ের বাজার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩০ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অর্থনৈতিক মন্দার কারণে ২০২২ সালে খরচ কমাতে শুরু করে ব্রিটিশ পরিবারগুলো। ব্যয় সংকোচন নীতির প্রভাবে নিত্যপণ্যের বাইরে বিলাসপণ্যসহ অন্যান্য খাতে ভোক্তার সংখ্যা কমে যায়। এ সময় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো দর্শক টানতে ব্যর্থ হয়। তবে গত বছরের শেষ প্রান্তিক থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ভিডিও স্ট্রিমিং খাত। 

এ সময় প্ল্যাটফর্মটিতে সাবস্ক্রিপশন ৫৫ হাজার থেকে বেড়ে ১ কোটি ৬ লাখ ২৪ হাজার হয়েছে। এসব প্ল্যাটফর্মের দর্শকদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৬ শতাংশ মানুষ আছেন। এ বিষয়ে বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান কান্তার পক্ষ থেকে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্যের পরিবারগুলো নেটফ্লিক্সের পরিবর্তে প্রাইম ভিডিও অ্যামাজন, অ্যাপেল টিভি প্লাস এবং প্যারামাউন্ট প্লাসের ভিডিও স্ট্রিমিংগুলোতে বেশি সাবস্ক্রিপশন করেছে। বছরের শেষ প্রান্তিকে ব্রিটিশ পরিবারগুলো ৫ শতাংশ নতুন স্ট্রিমিং সাবস্ক্রিপশন নিয়েছে। 

গত ১২ মাসে তীব্র অর্থনৈতিক সংকটের কারণে ব্রিটিশরা ভিডিও স্ট্রিমিংয়ে খরচ কমিয়ে প্রয়োজনীয় খাদ্য ও জ্বালানিতে বেশি খরচ করেছে। এ সময় ১০ লাখ ব্রিটিশ পরিবার ভিডিও স্ট্রিমিং সাবস্ক্রিপশন করা বন্ধ করে দেয়। 

কান্তার ওয়ার্ল্ডপ্যানেল ডিভিশনের গ্লোবাল ইনসাইট ডিরেক্টর ডমিনিক সুনেবো বলেন, ‘প্রাইম ভিডিও স্ট্রিম বছরের শেষ তিন মাসে সবচেয়ে বেশি সাবস্ক্রিপশন হয়েছে। ক্রমবর্ধমান হারে প্রাইমের সাবস্ক্রিপশন বাড়ছে। বড়দিনের ছুটিতেও প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সেবা প্রদান করেছে। ফলে ভিডিও স্ট্রিমিংয়ের বাজার আবার ফিরে আসবে।’ 

তবে নিয়মিত দর্শকের সংখ্যা গত এক বছরের মধ্যে ১২ থেকে কমে ১০ শতাংশে নেমে এসেছে। 

বিশ্লেষকরা বলছেন, উৎসবের কারণে এ সময় গ্রাহকের সংখ্যা বাড়লেও তারা মূলত স্বল্পমেয়াদি গ্রাহক। উৎসবের কারণে তারা সাবস্ক্রিপশন করেছে, ফলে ধারাবাহিকভাবে মাসের পর মাস ভিডিও দেখছে না।  

যুক্তরাজ্যের খুচরা বিক্রির তথ্য থেকে জানা যায়, মূল্যস্ফীতির প্রভাবে ভোক্তারা ২৫ বছরের মধ্যে গত ডিসেম্বরে সবচেয়ে কম কেনাকাটা করেছে। যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বনিম্ন। তবে টেস্কো, সেনসবারির, মার্কস ও স্পেনসারসহ বেশ কয়েকটি বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বড়দিনে প্রত্যাশার চেয়ে ভালো বিক্রির প্রতিবেদন দিয়েছে। একই সঙ্গে গ্রীষ্মে ভ্রমণের জন্য প্রচুর এয়ার টিকিট বুকিংয়ের কথা জানা যায়। দেশটিতে বেকারত্বের হারও ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা