× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেপুটি গভর্নরের দায়িত্ব পুনর্বণ্টন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ২১:৫২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নতুন গভর্নর আবদুর রউফ তালুকদার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডেপুটি গভর্নরদের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। গতকাল মঙ্গলবার ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাসেরের দায়িত্ব পুনর্বণ্টন করেছে বাংলাদেশ ব্যাংক। আবু ফরাহ নাসেরকে নতুন করে আটটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে, আগে যেসব বিভাগের দায়িত্বে ছিলেন কাজী ছাইদুর রহমান। 

যেসব বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে সেগুলো হলো ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ব্যাংক পরিদর্শন বিভাগ-৪, ব্যাংক পরিদর্শন বিভাগ-৭ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ।

পুনর্বণ্টনের পর এখন ১৪টি বিভাগের দায়িত্ব পালন করবেন কাজী ছাইদুর রহমান। সেগুলোর মধ্যে রয়েছে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট, ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি (এনএফআইএস) অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট, ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, ডিপোজিট ইনস্যুরেন্স ডিপার্টমেন্ট, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২, আইন বিভাগ ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স।

আবু ফরাহ মো. নাসের এখন যেসব বিভাগের দায়িত্ব পালন করবেনÑ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ, গ্রেডিট গ্যারেন্টি ডিপার্টমেন্ট, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ব্যাংক পরিদর্শন বিভাগ-৪, ব্যাংক পরিদর্শন বিভাগ-৭ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্বে রয়েছেন চারজন। ৫০টি বিভাগের দায়িত্বে রয়েছেন তারা। ডেপুটি গভর্নর-১ আহমেদ জামালের দায়িত্বে আছে ১৩টি, ডেপুটি গভর্নর-২ কাজী ছাইদুর রহমানের দায়িত্বে ১৪টি, ডেপুটি গভর্নর-৩ একেএম সাজেদুর রহমান খানের দায়িত্বে ১২টি ও ডেপুটি গভর্নর-৪ আবু ফরাহ মো. নাসেরের অধীনে রয়েছে ১১টি বিভাগের দায়িত্ব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা