× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিপ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে স্যামসাং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ২১:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চিপ উৎপাদনে বিনিয়োগ বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। বিশ্ববাজারে স্যামসাংয়ের চিপের চাহিদা এবং দাম কমার পরও বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে স্যামসাং। তবে এমন অবস্থার মধ্যেও চলতি বছর চিপে বিনিয়োগ আগের বছরের মতোই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে আট বছর ধরে এ খাতে লাভের মুখ দেখেনি স্যামসাং। তবু গতকাল কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর চিপ উৎপাদন কমানোর কোনো পরিকল্পনা নেই তাদের। অর্থনৈতিক মন্দার মধ্যেও ধারাবাহিকভাবে লোকসান দেওয়া এ খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে। 

এদিকে প্রযুক্তি জগতের অপর দুই প্রতিষ্ঠান হাইনিক্স এবং মাইক্রোন টেকনোলজি বলছে, তারা তাদের বিনিয়োগ হ্রাস করবে। সবচেয়ে বড় প্রতিযোগী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডও তাদের বিনিয়োগ কমানোর ঘোষণা দিয়েছে। 

বৈশ্বিক মন্দা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রযুক্তি খাতে খরচ কমাচ্ছে ভোক্তারা। ফলে বিনিয়োগ কমিয়ে ব্যয়সংকোচনের কথা ভাবছে প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলো। ২০১৪ সালের পর গত বছরের শেষ প্রান্তিকে সর্বনিম্ন মুনাফা করেছে স্যামসাং। চলতি বছরের প্রথমার্ধে সামষ্টিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। তবে দ্বিতীয়ার্ধে চাহিদা পুনরুদ্ধারে কাজ শুরুর আশা করছে এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

শিনহান সিকিউরিটিজের বিশ্লেষক চোই ইউ জুন বলেন, ‘স্যামসাং এই সময়টিকে শেয়ারদর বাড়ানোর মোক্ষম সময় হিসেবে দেখছে, যা তাদের দীর্ঘমেয়াদি সফলতা এনে দেবে।’ 

হুন্ডাই মোটর সিকিউরিটিজের গবেষণাপ্রধান গ্রেগ রোহ বলেন, ‘বছরের দ্বিতীয়ার্ধে স্যামসাংয়ের ডিআরএএম চিপগুলো ৪০ শতাংশের বেশি এবং এনএএনডি ফ্ল্যাশ মেমোরি ৩০ শতাংশ বাজার দখল করবে। চলতি বছর স্যামসাংয়ের চিপ ৩২ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাজার দখল করে নেবে।’ সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা