× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাপ্তাহিক পুঁজিবাজার ডিএসইর বাজার মূলধনে বড় উত্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৬:৫২ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৭:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাজার মূলধনে বড় উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে গত সপ্তাহের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কার্যক্রম। সপ্তাহ শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৬ হাজার ৮৪১ কোটি ৩৩ লাখ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়ায় ৭ লাখ ৬৭ হাজার ২৬ কোটি ৯৫ লাখ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধনে যুক্ত হয় ১০ হাজার ১৮৫ কোটি টাকা। একই সঙ্গে বেড়েছে ডিএসইতে মার্কেট পিই রেশিও বা মূল্য আয় অনুপাত। এক সপ্তাহ ব্যবধানে পিই রেশিও দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ২১ পয়েন্টে। 

তবে আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ টাকা। যা আগের সপ্তাহের চেয়ে ৮০০ কোটি টাকা কম। ওই সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৫০ কোটি টাকা। অর্থ্যাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২০ দশমিক ৭৮ শতাংশ। সেই হিসাবে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬১০ কোটি ৩ লাখ টাকা। যা আগের সপ্তাহে ছিল ৭৭০ কোটি ১০ লাখ টাকা। 

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২৯৬।  অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৭৪ এবং ২ হাজার ২৩০ পয়েন্টে। গত সপ্তাহে ডিএসইতে ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির।

গত এক মাসের ধারাবাহিকতায় গত সপ্তাহেও লেনদেনে আগ্রহ ছিল নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান শেয়ারের। ফলে ডিএসইর সাপ্তাহিক লেনদেনের বড় অংশই হয়েছে ওইসব প্রতিষ্ঠানের শেয়ার হাতবদলে। ২২০ কোটি ২০ লাখ টাকা শেয়ার হাতবদলের মাধ্যমে শীর্ষ অবস্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ১২৯ কোটি ৬৬ লাখ টাকা। লেনদেনের তালিকায় শীর্ষ পাঁচে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কের ১১৮ কোটি ২৯ লাখ টাকার, বসুন্ধরা পেপারের ১১৩ কোটি ১৬ লাখ টাকার, সি পার্ল বিচ রিসোর্টের ৯৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে ঢাকা ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার। এর দাম বেড়েছে ১৩ টাকা বা ২৫ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৫০ শতাংশ। তালিকার অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তাকাফুল ইনস্যুরেন্সের ১৬ দশমিক শূন্য ৬ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১৪ দশমিক ২৪ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের ১৩ দশমিক ৯৮ শতাংশ দর বেড়ে শীর্ষ পাঁচে অবস্থান করছে।

এদিকে সাপ্তাহিক দর পতনের শীর্ষে অবস্থান করছে তথ্যপ্রযুক্তি খাতের ইনটেক অনলাইন লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ৫ টাকা ৫০ পয়সা বা ১৮ দশমিক ৫৮ শতাংশ কমে অবস্থান করছে ২৪ টাকা ১০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ১০ দশমিক ৪৮ শতাংশ কমে অবস্থান করছে ৩২৯ টাকায়। তালিকার অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লুব-রেফ বাংলাদেশের ৮ দশমিক শূন্য ৩ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালের ৬ দশমিক ৭১ শতাংশ, আমার টেকনোলজির ৫ দশমিক ১৫ শতাংশ দর কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৬৩ কোটি ১৯ লাখ টাকা। যা আগের সপ্তাহের চেয়ে ৪১ কোটি ৩৫ লাখ টাকা বা ৩৯ দশমকি ৫৫ শতাংশ কম। ওই সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ১০৪ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসইর ধারাবাহিকতায় গত সপ্তাহে ঊর্ধ্বমুখী ছিল সিএসইর সবগুলো সূচক। সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত ছিল ১৩৪টির।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা