× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়া স্টার্টআপে বিনিয়োগ করছেন বিল গেটস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৩:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন ধরে জলবায়ু নিয়ে কাজ করছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এবার তিনি এ নিয়ে কাজ করার জন্য অস্ট্রেলিয়ান একটি স্টার্টআপে ১ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছেন। প্রতিষ্ঠানটি গরুসহ বিভিন্ন গবাদি পশুর পেট থেকে বের হওয়া ক্ষতিকর মিথেন নির্গমন হ্রাস ও জলবায়ু পরিবর্তনরোধী খাদ্যব্যবস্থা নিয়ে কাজ করছে। 

বিবিসি প্রতিবেদন সূত্রে জানা যায়, কার্বন ডাই-অক্সাইডের পর মিথেন হলো জলবায়ুর জন্য সবচেয়ে ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস, যা ওজনস্তরের জন্য খুবই ক্ষতিকারক। গরু, ছাগল এবং হরিণের মতো গবাদি পশু তাদের পাকস্থলীতে জমে থাকা খাবার হজমের জন্য গাঁজন প্রক্রিয়ায় ঘাসের মতো শক্ত ফাইবার ভেঙে মিথেন তৈরি করে, যা বেশিরভাগ সময় বের হয়ে যায়। রুমিন৮ এই মিথেন নির্গমন রোধে কাজ করছে।

স্টার্টআপটি প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে এক ধরনের সামুদ্রিক লাল শৈবাল থেকে এর প্রতিলিপি তৈরি কবে, যা গবাদি পশুর খাদ্যতালিকায় ব্যবহার করা যাবে। এর ফলে মিথেন গ্যাস তৈরি হবে না। 

বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায় যে, গরুকে রুমিন৮ প্রযুক্তিতে তৈরি সামুদ্রিক শৈবাল খাওয়ানো হলে তাদের মিথেন নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব।

রুমিন৮-এর ব্যবস্থাপনা পরিচালক ডেভিড মেসিনা বলেন, প্রাণিসম্পদ থেকে মিথেন নির্গমনের সমাধানের জন্য যে অর্থায়ন পেয়েছি, তাতে আমরা খুব আনন্দিত।

২০১৯ সালে বায়ুমণ্ডলে মিথেন রেকর্ডমাত্রায় পৌঁছয়, যা প্রাক-শিল্প যুগে ছিল তার থেকে প্রায় আড়াইগুণ বেশি। বিজ্ঞানীদের উদ্বেগের বিষয় হলো, গ্রহকে উত্তপ্ত করার ক্ষেত্রে মিথেনের ভূমিকা সবচেয়ে বেশি। মিথেনের অণু কার্বনের তুলনায় বায়ুমণ্ডলের উষ্ণায়নে অধিক প্রভাব ফেলে, যা ওজনস্তর ধ্বংসের জন্য দায়ী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা