× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

পাবনা সংবাদদাতা

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১০:৩৮ এএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১২:৫১ পিএম

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী। ফাইল ফটো

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী। ফাইল ফটো

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ৫ জানুয়ারি তিনি সিঙ্গাপুরে পরলোকগমন করেন।

দেশবরেণ্য এই শিল্পপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে পাবনার এস্ট্রাস খামার বাড়িতে প্রার্থনার আয়োজন করা হয়েছে। একই দিন সন্ধ্যায় স্মরণসভার আয়োজন করেছে পাবনা প্রেস ক্লাব।

বর্ণাঢ্য জীবনের অধিকারী স্যামসন এইচ চৌধুরী ১৯২৬ সালের ২৫ সেপ্টেম্বর বৃহত্তর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভারতে পড়াশোনা শেষ করে ১৯৫২ সালে পাবনার আতাইকুলা উপজেলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার বাবা ইয়াকুব হোসেন চৌধুরী ছিলেন একটি ফার্মেসির মেডিকেল অফিসার। পরে তিনি তিন বন্ধুসহ ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

বর্তমানে স্কয়ার গ্রুপে ৬০ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। কর্মে, অর্জনে শীর্ষে পৌঁছালেও তিনি তার নাড়ির টান পাবনাকে কখনও ভুলে যাননি। সেখানে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

স্যামসন এইচ চৌধুরী তার কৃতিত্বের জন্য দেশের মর্যাদাপূর্ণ একুশে পদকসহ অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন।

২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। তাকে পাবনা শহরের উপকণ্ঠ বৈকুণ্ঠপুরের বাসভবন এস্ট্রাসে সমাহিত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা