× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেপ্টেম্বর থেকে দরিদ্রদের ১৫ টাকা দরে চাল দেবে সরকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২ ১৯:৪১ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২২ ২২:২৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

হতদরিদ্র মানুষের জন্য বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এর আওতায় দরিদ্র মানুষরা ১৫ টাকা কেজি দরে চাল পাবেন। আগামী ১ সেপ্টেম্বর এই কর্মসূচি চালু হতে যাচ্ছে।

রবিবার খাদ্যবান্ধব কর্মসূচির বিষয়ে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কর্মসূচিটি চালু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলেও আশা করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এ কর্মসূচির জন্য আমাদের দুই হাজার ১৩ জন ডিলার আছে। প্রত্যেক ডিলার প্রতিদিন দুই মেট্রিকটন চাল পাবেন। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় থাকা ভোক্তারা ১৫ টাকা দরে মাসের হিসাবে ৩০ কেজি চাল পাবেন। শুধু তালিকাভুক্ত পরিবারগুলো এই চাল কিনতে পারবেন। তবে ওএমএসের চাল ৩০ টাকা কেজিতে ৫ কেজি করে যে কেউ কিনতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘৫০ লাখ পরিবারের চার কোটি মানুষকে লক্ষ করে ১ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে ওএমএস কার্যক্রম শুরু হবে। এ কর্মসূচি জেলা শহর, পৌরসভা বা সিটি এলাকায় একযোগে চলবে। সরকারি মজুদ পর্যাপ্ত আছে। খাদ্যবান্ধব কর্মসূচি বছরে পাঁচ মাস হয়। সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল। ৫০ লাখ পরিবারকে ওই সময় বাজার থেকে চাল কেনা লাগবে না।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘এখন দুটি সিজনের সন্ধিক্ষণ। বোরো চলে গেছে, আমন আসবে। অনেক জায়গায় খরার কারণে কৃষকদের মধ্যে আমন ধান নিয়ে ভীতি আছে। সঙ্গে পরিবহন খরচও বেড়েছে। তাছাড়া পরিবহন খরচের হিসাবে চালের দাম বেশি বেড়েছে। সেখানে অসাধু ব্যবসায়ীরা যে আছে, তা পরিষ্কার। অবৈধ মজুদ আছে কিনা তা দেখতে আমাদের নিয়মিত মনিটরিং কমিটি আছে। সেটা আরও জোরদারের সিদ্ধান্ত হয়েছে।’

চালের দাম বাড়ার কারণে আরও আমদানির চিন্তা করা হয়েছে বলে জানান তিনি। 


প্রবা/রাই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা