× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে দরপতন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৭:৩১ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৭:৪৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চলতি সপ্তাহের প্রথম দিনেই পুঁজিবাজারে দরপতন হয়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে লেনদেন হয় ৩৪০ কোটি ৪৮ লাখ টাকা, যা আগের কর্মদিবসের চেয়ে প্রায় ৮৫ কোটি টাকা কম। লেনদেনের পাশাপাশি কমেছে মূল্যসূচকও। ডিএসইর প্রধান সূচক ১১ কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৫ পয়েন্ট। 

ডিএসইতে তালিকাভুক্ত ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে ৩০৬টি প্রতিষ্ঠানের। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২১টির। আর লেনদেন হয়নি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৮৫টি। 

ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার। এ প্রতিষ্ঠানটির ২২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৯২ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা বসুন্ধরা পেপারের ১৭ কোটি ৭৮ লাখ, এপেক্স ফুডের ১২ কোটি ৬ লাখ এবং জেনিক্স ইনফোসিসের ১০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে নতুন তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামি কমার্শিয়াল ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯১ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৩ টাকা ৩০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্স লিমিটেডের ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়ে লেনদেন হয় ৩৩৬ টাকা ৯০ পয়সায়। এ ছাড়া এপেক্স ফুডসের ৭ দশমিক ৯৭ শতাংশ, আরামিট লিমিটেডের ৭ দশমিক ৬৩ শতাংশ এবং ইস্টার্ন ক্যাবলসের ৭ দশমিক ২১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার। এ শেয়ারটির দর ৭ দশমিক ৪৯ শতাংশ কমে সবশেষ ৬৬৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের শেয়ারের দাম ৭ দশমিক শূন্য ৫ শতাংশ কমে লেনদেন হয় ৭৭৭ টাকা ৮০ পয়সায়। এ ছাড়া মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৭১ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৪ দশমিক ৬৭ শতাংশ এবং সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৫৮ শতাংশ দর কমেছে।

এদিকে ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচক কমেছে। ডিএসএমই-এক্স ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ পয়েন্টে। লেনদেন হওয়া ১৪টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ৩টির, কমেছে ১১টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর মূল্যসূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৪৬ পয়েন্টে। লেনদেন হয়েছে ৯ কোটি ২৮ লাখ টাকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা