× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সপ্তাহের চতুর্থ দিনে পুঁজিবাজারে দরপতন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২ ১৬:৪০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পুঁজিবাজারে টানা তিনদিনের ঊর্ধ্বমুখী প্রবণতা হোঁচট খেলো সপ্তাহের চতুর্থ দিন বুধবারে। চলতি সপ্তাহে শুরু থেকে ধীরে ধীরে সূচক ও লেনদেন বাড়ছিল। কিন্তু বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে লেনদেন ও সূচক কমেছে। লেনদেন বিশ্লেষণ করলে দেখা যায়, ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩০ কোটি ২০ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৮৬ কোটি টাকা কম। 

লেনদেনের সঙ্গে মূল্যসূচকও কমেছে ডিএসইতে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০ পয়েন্টে। সারাদিনে লেনদেন হয়েছে ৩৪১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। অর্থ্যাৎ ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের কোনো লেনদেন হয়নি।  লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪৬টির।

ডিএসইর লেনদেনে শীর্ষে অবস্থান করছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার। এ প্রতিষ্ঠানটির ৩৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ১৪ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ২৩ কোটি ৫ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ১৫ কোটি ২৬ লাখ এবং  মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ ১৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে আছে কোহিনুর কেমিক্যাল  লিমিটেডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ৪৫৮ টাকা ৮০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৭১ শতাংশ বেড়ে লেনদেন হয় ২৫৫ টাকা ৭০ পয়সায়। এ ছাড়া জুট স্পিনার্সের ৮ দশমিক ৪৩ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ৫ দশমিক ৪৭ শতাংশ এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার। এ শেয়ারটির দর ৭ দশমিক ৪৬ শতাংশ কমে সবশেষ ৭৮৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ  লিমিটেডের শেয়ারের দাম ৫ দশমিক ৩৭ শতাংশ কমে লেনদেন হয় ৮১১ টাকা ৬০ পয়সায়। এছাড়া এম বি ফার্মাসিটিক্যাল ৪ দশমিক ৮৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৩ দশমিক ৩৩ শতাংশ এবং আমরা টেকনোলজির ৩ দশমিক ১৭ শতাংশ দর কমেছে। অপরদিকে ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচক বেড়েছে। ডিএসএমই-এক্স ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২২ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬ টির, কমেছে ৭টির।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইতেও মূল্যসূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৫১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৬ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা