× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

ডলারের বিপরীতে টাকায় ঋণ নেওয়ার সুযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১৪:৪৪ পিএম

ডলারের বিপরীতে টাকায় ঋণ নেওয়ার সুযোগ

অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) জমা রাখা বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে ব্যবহার করে টাকায় ঋণ দিতে পারবে ব্যাংকগুলো।

বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত অনুমোদন দিয়ে নির্দেশনা দি‌য়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রবাসী বাংলাদেশি, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান, বিদেশে নিবন্ধিত কোম্পানি এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকরা তাদের ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে রেখে দেশের ব্যাংক থেকে টাকায় ঋণ নিতে পারবেন।

এছাড়া দেশে কার্যরত কোম্পানি ও ব্যক্তি যারা অনিবাসি হিসাবধারীর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে। তবে ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে ঋণগ্রহীতা ও হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক রয়েছে।

ব্যাংকগুলো এসব জামানতের বিপরীতে শুধু স্বল্পমেয়াদি চলতি মূলধনী ঋণ দিতে পারবে। এ ঋণের জন্য কোনো জামানত চার্জ বা ফি নেওয়া যাবে না। প্রয়োজনে ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ঝুঁকি সামলাতে জামানতের কিছু অংশ মার্জিন হিসেবে রাখতে পারবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ঋণ পরিশোধে ব্যর্থ হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ওই বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ঋণ সমন্বয় করা যাবে।

ওবিইউ ছাড়াও প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট (পিএফসিএ) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনআরএফসিডি) অ্যাকাউন্টে থাকা অর্থও জামানত হিসেবে ব্যবহার করা যাবে। তবে ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্টের অর্থ এ সুবিধার আওতায় পড়বে না।

বাংলাদেশে পরিচালিত বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলো এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে। তারা বলছে, স্থানীয়ভাবে জামানত দেওয়া অনেক সময় সম্ভব হয় না। এখন বিদেশি বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের রাখা বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে রেখে সহজেই ঋণ নেওয়া যাবে, যা বিনিয়োগে গতি আনবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা