প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ০৮:২৭ এএম
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশের রপ্তানি আয়ে ৮ দশমিক ৫৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময় মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য অনুসারে, বিগত ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৪৪ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলার।
তবে, ২০২৫ সালের জুনে এক মাসের রপ্তানি আয় ছিল ৩ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার।
ইপিবির তথ্য অনুযায়ী, মোট ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে এসেছে ৩৯ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। যা ৮ দশমিক ৮৪ শতাংশ প্রবৃদ্ধি।
তৈরি পোশাক খাতের মধ্যে নিটওয়্যার রপ্তানি ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়ে ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে ওভেন পোশাক রপ্তানি ৭ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৮ দশমিক ১৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
গত অর্থবছরের জুলাই-জুন সময়ে হোম টেক্সটাইল ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৮৭১ দশমিক ৫৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।