প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫ ১৬:১৫ পিএম
অর্থবছরের শেষ দিনে রাজস্ব আদায়ে সুবিধা দিতে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বাণিজ্যিক ব্যাংকের লেনদেন চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাধারণত প্রতিদিন ব্যাংক লেনদেনের সময়সীমা বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত। তবে চলতি অর্থবছরের শেষ দিন হওয়ায় এবং কর আদায়ে ব্যবসায়ীদের সুযোগ দিতে এদিন দুই ঘণ্টা অতিরিক্ত লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা রাজস্ব সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, গত অর্থবছরের চেয়ে এবার বেশি রাজস্ব আদায় হওয়ার প্রত্যাশা রয়েছে।