প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫ ২২:০৫ পিএম
দেশে অনলাইন জুয়া সংক্রান্ত কার্যক্রম ক্রমবর্ধমান হারে বেড়ে চলায় সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে উদ্বেগজনক প্রবণতা দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে এসব কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে এবং অর্থনৈতিক খাতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৮ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি অনলাইন ভিত্তিক জুয়া সংক্রান্ত কার্যক্রমের ওপর নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কার্যক্রমে কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহক জড়িত রয়েছে কিনা, তা সার্বক্ষণিকভাবে তদারকির আওতায় রাখতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তা গ্রহণ করতে হবে।
এ ছাড়া কোনো গ্রাহক বা মার্চেন্ট অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতীয়মান হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, এ ধরনের অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে যেসব মার্চেন্ট নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় ব্যবসা পরিচালনার তথ্য দিয়ে গ্রাহক হয়েছেন, তারা উক্ত স্থানেই কার্যক্রম পরিচালনা করছেন কি না তা নিশ্চিত করতে হবে।
এক্ষেত্রে গত ২১ মে প্রণীত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুসরণ করারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এই নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।