চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ মে ২০২৫ ২০:০৭ পিএম
আপডেট : ২২ মে ২০২৫ ২০:১৩ পিএম
কমলালেবুর ঘোষণায় আমদানি করা একটি কন্টেইনার খুলে তাতে ১ হাজার ২৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। গোপন সংবাদে বুধবার (২১ মে) রাত ২টার দিকে কন্টেইনারটি ফোর্স কিপ ডাউন করে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় ওসকার ও লেমার ব্র্যান্ডের ১ হাজার ২৫০ কার্টন সিগারেট পাওয়া যায়।
চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ কমিশনার কাজী রাইহানুজ জামান বলেন, জব্দ পণ্য চালানটির মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান প্রায় ৩০ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে। চালানটি খালাসের দায়িত্বে ছিল আগ্রাবাদ এলাকার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান দিবা ট্রেডিং লিমিটেড।
তিনি বলেন, ফ্রেশ নেভাল অরেঞ্জ ঘোষণা দিয়ে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন পণ্যের চালানটি আমদানি করে। গোপন সংবাদ থাকায় কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সদস্যরা রপ্তানিকারকের ওয়েবসাইট, দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা এবং পণ্যের বর্ণনা এসব বিষয় বিশ্লেষণ করে পণ্য চালানটিতে অসত্য পণ্য থাকার বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করে। এরপর পণ্য চালানটি ফোর্স কিপ ডাউন করে বুধবার রাত ২টার দিকে তাতে কায়িক পরীক্ষা চালানো হয়। শতভাগ কায়িক পরীক্ষায় কন্টেইনারটিতে ১ হাজার ২৫০ কার্টন বিদেশি সিগারেট এবং ৩৮৮ কার্টন ফ্রেশ নেভাল অরেঞ্জ পাওয়া যায়।
তিনি আরও বলেন, চালানটির সঙ্গে আনুমানিক ৩০ কোটি টাকার রাজস্ব জড়িত। এআইআর শাখার প্রচেষ্টায় বিপুল পরিমাণ এই রাজস্ব ফাঁকির চেষ্টা রোধ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।