প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৫ ১৮:২৭ পিএম
বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরষ্কার পেয়েছেন দেশবন্ধু গ্রুপের সিওও মো. ইদ্রিসুর রহমান।
বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশবন্ধু গ্রুপ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি তার দক্ষতা, প্রতিভা, দক্ষতা, নেতৃত্ব এবং বুদ্ধিমত্তার মাধ্যমে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাজার সম্প্রসারণ, পুনর্গঠন, বাজারের শেয়ার বৃদ্ধি এবং লাভজনকতা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অত্যন্ত প্রশংসনীয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ এবং দেশবন্ধু কনজিউমার গর্বিত যে তিনি সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরষ্কার পেয়েছেন। আমরা তার অব্যাহত সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি। শুধুমাত্র একটি নতুন কোম্পানির নেতৃত্ব কাঠামো বাস্তবায়নের মাধ্যমে নয়, বরং কোম্পানির বিক্রয় উন্নয়ন এবং মানবসম্পদ পরিচালনার জন্য উদ্ভাবনী ধারণা প্রবর্তনের মাধ্যমে, তিনি গত পাঁচ বছরে ব্যয় হ্রাস করতে সক্ষম হয়েছেন, একই সাথে কোম্পানির উৎপাদনশীলতা বৃদ্ধি করেছেন এবং শেয়ারহোল্ডারদের আস্থা এবং মূল্য উন্নত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এমজিআই (মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ) এর সাথে তার পূর্ববর্তী ভূমিকায়, তিনি মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইদ্রিসুর রহমান কোম্পানির ক্রমবর্ধমান বিক্রয় উন্নয়ন এবং উচ্চ-প্রবৃদ্ধি, উদীয়মান বাজারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই সম্প্রসারণের প্রচেষ্টার পাশাপাশি এর উন্নত ভোক্তা পরিচয় সুরক্ষার জন্য দায়ী ছিলেন।