× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপত্তা সংকটে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ ২১:০৮ পিএম

নিরাপত্তা সংকটে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, যে ব্যবসায়ী তার কারখানা বা দোকানে দিনশেষে নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন, যার পণ্য পরিবহন পথে ছিনতাইয়ের শঙ্কা থাকে, যে ই-কমার্স উদ্যোক্তা প্রতারকের বিরুদ্ধে কোনো দ্রুত প্রতিকার পান না তারা কখনই বড় পরিসরে বা দীর্ঘমেয়াদে বিনিয়োগে উৎসাহী হবেন না।

তিনি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। আমাদের ব্যবসা-বাণিজ্য ও পরিবার-পরিজনের নিরাপত্তা চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উন্নতি চাই।

বুধবার (২১ মে) ঢাকা চেম্বার আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণে উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশ্যকীয়তা’ শীর্ষক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাসকীন আহমেদ বলেন, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় উদ্যোক্তাদের সামনে নানাবিধ চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমনÑ অনিরাপদ পরিবেশ, চাঁদাবাজি, প্রতারণামূলক অনলাইন কার্যক্রম, পণ্য পরিবহন ঝুঁকি, জালিয়াতি ও সাইবার হুমকি, যা শুধু বিনিয়োগকে নিরুৎসাহিতই করছে না বরং স্থায়ীভাবে অনেক উদ্যোক্তার আস্থা হারিয়ে ফেলছে। এ অবস্থায় ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ও যৌক্তিক প্রত্যাশা তারা যেন নির্বিঘ্নে, স্বচ্ছভাবে ও নিরাপত্তার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারেন।

তিনি বলেন, ডিসিসিআইর পক্ষ থেকে আমরা এরই মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা চিহ্নিত করেছি। এর মধ্যে রয়েছে ব্যবসা সংশ্লিষ্ট এলাকাগুলোর নিরাপত্তা জোরদারে কমিউনিটি পুলিশিংয়ের কার্যকর বিস্তার, ই-কমার্স ও সাইবার অপরাধ দমন ও প্রতিরোধে বিশেষায়িত ইউনিটের সক্ষমতা ও সমন্বয় বৃদ্ধি, চাঁদাবাজি ও প্রতারণার মতো অপরাধের দ্রুত নিষ্পত্তির জন্য একটি কার্যকর ফাস্ট-ট্র্যাক অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা গঠন, রাত্রিকালীন সময়ে পণ্য পরিবহনকে নিরাপদ করতে করিডোরভিত্তিক মোবাইল টিম সক্রিয়করণ এবং বিশেষ করে এসএমই খাত ও নারী উদ্যোক্তাদের জন্য নিরাপত্তা ও সহায়তার পৃথক ও শক্তিশালী ব্যবস্থা নিশ্চিতকরণ, যেন সব ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা করতে সক্ষম হয়।

এ সময় ডিসিসিআইর সাবেক সহ-সভাপতি আলহাজ আব্দুস সালাম বলেন, আমরা কীভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করব, তা নিয়ে চিন্তিত, ব্যবসায়ীরা নিয়মিত ভ্যাট-ট্যাক্স প্রদান করলেও বর্তমানে আনাকাঙ্ক্ষিত ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে, যা মোটেও কাম্য নয়। 

সভায় ডিসিসিআইর সাবেক সহ-সভাপতি এম আবু হোরায়রাহ ঢাকা দক্ষিণ এলাকায় পার্কিং সুবিধা বাড়নোর পাশাপাশি দক্ষিণের ট্রাফিক বিভাগের অফিস শান্তিনগর থেকে গুলিস্তানে স্থানান্তরের সুপারিশ করেন। তিনি বৈদ্যুতিক ব্যাটারিচালিত রিকশাগুলোকে ঢাকা শহরের বাইরে স্থানান্তরিত করারও সুপারিশ করেন, সেই সঙ্গে অতিদ্রুত ঢাকা শহরের পরিবহনের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নেরও দাবি জানান।  

বাংলাদেশ ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মওলা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলার পরিস্থিতির আশানুরূপ উন্নয়ন হয়নি। তিনি বলেন, স্থলবন্দরের মাধ্যমে বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে দালালের মাধ্যমে ট্রাক ভাড়া করতে গিয়ে ব্যবসায় ব্যয় বাড়ছে। তিনি আরও বলেন, অনিয়ন্ত্রিতভাবে মৌলভীবাজার এলাকায় ট্রাকস্ট্যান্ড থাকায় বাবুবাজার ব্রিজে প্রচণ্ড যানজট হচ্ছে, ফলে ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এ ছাড়াও লালবাগ, কোতোয়ালি, চকবাজার এলাকার ব্যবসায়ীদের নগদ টাকা পরিবহনে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সান্ধ্যকালীন পুলিশি টহল বাড়ানো প্রয়োজন বলে তিনি মতপ্রকাশ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা