প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ১৭:১৩ পিএম
আপডেট : ১৪ মে ২০২৫ ১৭:১৩ পিএম
মো. সাফায়েত আলম।
মোবাইল আর্থিক সেবার কোম্পানি নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো. সাফায়েত আলম।
সোমবার (১২ মে) তিনি এই দায়িত্ব নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গত অগাস্টে নগদে প্রশাসক নিয়োগ করলে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে উচ্চআদালতের দ্বারাস্থ হন সাফায়েত আলম। গত সপ্তাহে আপিল বিভাগের চেম্বার আদালত নগদে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে। এর ধারাবাহিকতায় তিনি কোম্পানির নতুন সিইও হিসেবে দায়িত্ব নেন।
২০১৯ সালে বাণিজ্যিকভাবে নগদের যাত্রার আগে থেকেই কোম্পানির সঙ্গে যুক্ত আছেন সাফায়েত আলম। গত সাত বছর তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এখন কোম্পানির শীর্ষ পদে অসীন হয়ে তিনি নগদের গ্রাহক সেবার পরিধিকে আরো বিস্তৃত করার অঙ্গীকার করেছেন।
সাফায়েত আলম বলেন, "বাংলাদেশ ব্যাংকের প্রতিটি নিয়ম ও বিধিবিধান মেনে খুব কম সময়ে দেশের এমএফএস মার্কেটে একটি সাড়া জাগানো ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে নগদ। সামনের দিনেও তাদের পরামর্শ নিয়ে গ্রাহক সেবাকে আরো তরান্বিত করার সর্বাত্মক চেষ্টা আমাদের থাকবে। আমরা বাংলাদেশ ব্যাংকের দিক নির্দেশনায় দেশে ক্যাশসেল প্রচেষ্টাকে আরো বেগবান করতে চাই। নগদ নানাভাবে তার উদ্ভাবন দিয়ে মানুষের জীবনকে সহজ করেছে। এখন আমরা এর পরিধিকে আরো বিস্তৃত করতে চাই।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত প্রায় তিন দশক ধরে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন্স, ইনফরমেশন টেকনোলোজি, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসসহ বিভিন্ন খাতের কোম্পানিতে কাজ করেছেন সাফায়েত আলম। ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর করা সাফায়েত আলম বিভিন্ন পুরস্কারও পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক বিভাগের সঙ্গে রাজস্ব ভাগাভাগির চুক্তির আওতায় পরিচালিত নগদে বর্তমানে আট কোটির বেশি গ্রাহক রয়েছে।