× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা

সাড়ে ৬ হাজার কোটি টাকার হিসাব না দিয়ে পালিয়েছে পিডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৫ ১৬:৫৩ পিএম

সাড়ে ৬ হাজার কোটি টাকার হিসাব না দিয়ে পালিয়েছে পিডি

পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রয়েছে। তবে, এই প্রকল্প নির্মাণের পর প্রকল্প পরিচালক ৬ হাজার ৫৭১ কোটি টাকার কোনো হিসাব দেননি। পিডি বর্তমানে পলাতক রয়েছেন। প্রকল্প নির্মাণে আমাদের সবারই তদারকি বাড়ানো উচিত।

বুধবার (৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এসব কথা বলেন।একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকার ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি ৬ লাখ টাকা। প্রধান উপদেষ্টা এবং একনেক-এর চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, মাতারবাড়ি প্রকল্পে কিছু সমস্যা রয়েছে। এখানে নিম্নমানের কয়লা ব্যবহার করা হচ্ছে। দূষিত কয়লা পাওয়া গেছে এবং তা পরীক্ষার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের বয়লারে ছাই পাওয়া গেছে এবং রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা হচ্ছে না।তিনি আরও উল্লেখ করেন, হাতিরঝিলের পানি দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এটি পরিষ্কার করা প্রয়োজন। মশা বিস্তার লাভ করছে। দেশে বেড়িবাঁধ ভাঙনের সমস্যা রয়েছে, যার জন্য একটি কমিটি গঠন করে তদন্ত করা হবে। আন্তঃমন্ত্রণালয় তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা