× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-ভুটানের বাণিজ্য সহজ করার আহ্বান ব্যবসায়ীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ২২:৪৩ পিএম

বাংলাদেশ-ভুটানের বাণিজ্য সহজ করার আহ্বান ব্যবসায়ীদের

ফল, সবজি, মসলাসহ বেশ কিছু কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ও ভুটানের ব্যবসায়ীরা। এক্ষেত্রে উভয় দেশের মধ্যে অংশীদারত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। পাশাপাশি দুই দেশের আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। 

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর মতিঝিল কার্যালয়ে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভুটানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের অনাবিষ্কৃত খাত নিয়ে আলোচনা করেন উভয় দেশের ব্যবসায়ী নেতারা।

ভুটানের ব্যবসায়ী প্রতিনিধি দলে নেতৃত্ব দেন রেজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেটিভ অফিসের (RAMCO) রিজিওনাল ডিরেক্টর মি. দাওয়া ডাকপা। এ সময় এফবিসিসিআইর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি এবং ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) মি. দাওয়া শেরিং উপস্থিত ছিলেন। 

সভায় পারস্পরিক বাজার সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান দুদেশের ব্যবসায়ীরা। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন এবং বন্দর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সাবেক পরিচালক হাজী মো. এনায়েতউল্লাহ, ফেরদৌসী বেগম, বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এম. আমিরুল ইসলাম ভূঁইয়া, এফবিসিসিআর সাধারণ পরিষদের সদস্য মো. জাকির হোসেন, শেখ আল মামুন এবং অন্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা