প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১৪:১২ পিএম
ফাইল ফটো
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন বা ৭ দশমিক ৩ কোটি মার্কিন ডলারের নতুন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮৬ কোটি ৫৮ লাখ টাকা (প্রতি ডলার ১২১.৪৫ টাকা হিসাবে)।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে তিনি জানান, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) মাধ্যমে এই সহায়তা প্রদান করা হবে। এতে রোহিঙ্গা শরণার্থীসহ আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের খাদ্য, পানীয় জল, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বাংলাদেশ কক্সবাজারের বিভিন্ন শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমে যাওয়ায় সৃষ্ট উদ্বেগের মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন এই সহায়তা ঘোষণা এলো।