প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ২১:৩৮ পিএম
পবিত্র রমজান মাসে তাজা ফলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি পর্যায়ে আরোপিত শুল্ক-কর ১৫ শতাংশ কমিয়েছে সরকার।
মঙ্গলবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ মার্চ দুটি নতুন প্রজ্ঞাপন জারি করে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। এর আগে, ১০ মার্চ অপর এক প্রজ্ঞাপনে ফল আমদানিতে অগ্রিম আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। সব মিলিয়ে তাজা ফলের ওপর শুল্ক-কর ১৫ শতাংশ হ্রাস পেল।
এনবিআর আরও জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন করছাড় দিয়েছে। ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর ও কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম কর হ্রাস করা হয়েছে। এসব পদক্ষেপের ফলে রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেছে সরকার।
এছাড়া, জনগণের সুবিধার্থে মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি হজযাত্রীদের ব্যয় কমাতে হজ টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্কও বাতিল করা হয়েছে।
সরকার বলছে, জনস্বার্থে নেওয়া এসব সিদ্ধান্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নাগরিক সেবার ব্যয় হ্রাসে ভূমিকা রাখবে।