প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ২১:৩৪ পিএম
দেশের বাজারে ভোজ্য তেলের দাম স্থিতিশীল রাখতে শুল্ক ও করছাড়ের মেয়াদ আরও তিন মাস বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
বর্তমান মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে দেওয়া এক চিঠিতে কমিশন ৩০ জুন পর্যন্ত এই সুবিধা বহাল রাখার প্রস্তাব দিয়েছে।
পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সানফ্লাওয়ার তেল এবং অপরিশোধিত ক্যানোলা তেলের আমদানিতে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট ছাড়ের সুবিধা বর্তমানে কার্যকর রয়েছে। পাশাপাশি পরিশোধিত সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি বহাল থাকবে।
এ ছাড়া অপরিশোধিত ও পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানিতে অগ্রিম কর অব্যাহতি সুবিধা পাবেন আমদানিকারকরা।
বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার গত ১৫ ডিসেম্বর সয়াবিন তেলের আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ছাড়ের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছিল। এবার ট্যারিফ কমিশন আরও তিন মাস বাড়ানোর সুপারিশ করেছে, যাতে বাজারে দাম স্থিতিশীল থাকে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ৩১ মার্চের পর শুল্কছাড় সুবিধা প্রত্যাহার হলে লিটারপ্রতি সয়াবিন আমদানিতে ১৪-১৫ টাকা বাড়তি শুল্ক-কর দিতে হবে। এতে বাজারে তেলের দামও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে ব্যবসায়ীরা মজুদ বাড়ানোর প্রবণতা দেখাচ্ছেন।